×
সদ্য প্রাপ্ত:
বর্ণীল আয়োজনে উদ্বোধন হল জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব কার্যালয় পুঁইশাক চাষে সফল সুফিয়া, আগ্রহী হচ্ছে অন্য কৃষকরাও দিনাজপুরে পুলিশের ফায়ারিং রিহার্সাল গুলিতে বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলেক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল পঞ্চম তম খতমে বুখারী উপলক্ষ্যে জামিয়া হোসাইনিয়া তজুমদ্দিন মাদ্রাসায় অনুষ্ঠিত হয় প্রশংসায় ভাসছেন নালিতাবাড়ী থানার ওসি মোঃ সোহেল রানা সৌদি আরব ফিউচার মিনারেল ফোরাম SR১০৭ বিলিয়ন মূল্যের ১২৬টি চুক্তি স্বাক্ষর করেছে পুলিশ ভালো মানুষের বন্ধু আর খারাপ মানুষের শত্রু: ওসি কোতোয়ালি মানিকগঞ্জে নারীকে গলা কেটে হত্যা সোনারগাঁওয়ে মাসব্যাপি লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব-২০২৫ উদ্বোধন
  • প্রকাশিত : ২০২৫-০১-১৯
  • ২৩ বার পঠিত
জকিগঞ্জ (সিলেট) সংবাদদাতা:
বর্ণীল আয়োজনের মধ্য দিয়ে সিলেটের জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে উপজেলার ডাকবাংলো বালিকা উচ্চ বিদ্যালয় রোডের ক্লাব কার্যালয়ে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মিলন মেলায় পরিণত হয়। শনিবার বিকাল ৩ টায় ফিতা কেটে উদ্বোধনী অনুষ্ঠানের শুভ সুচনা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রেসক্লাবের তথ্য প্রযুক্তি সম্পাদক আহমদ আল-মনজুরের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবায়ের আহমদ। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েকের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্টানে বক্তারা বলেন, সাংবাদিকরা হচ্ছেন জাতির বিবেক। আর সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ, রাষ্ট্রের চতুর্থ স্থম্ভ সৎ ও নির্ভীক সাংবাদিকতা দেশ ও জাতির জন্য মঙ্গল বয়ে আনে, দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অতি গুরুত্বর্পূণ। সাংবাদিকতা পেশায় যেমন ঝুঁকি রয়েছে, তেমন রয়েছে সম্মান। দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকরা জীবন বাজি রেখে অন্যায়-অপরাধ ও সমাজের উন্নয়নের সংবাদ জাতির সামনে তুলে ধরেন।
বক্তারা আরো বলেন, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা সব সময় অন্যায়ের  বিরুদ্ধে সাহসী ভুমিকা রেখে আসছেন। এ অঞ্চলের অনেক গুনী সাংবাদিক আছেন যারা সুনামের সাথে সাংবাদিকতা করে আমাদের মুখ উজ্জ্বল করছেন। সাইবার সিকিউরিটি আইন বাতিলের দাবি জানিয়ে বক্তারা বলেন, বিগত দিনে এই আইনের অপপ্রয়োগের কারণে অনেক সাংবাদিক হয়রানিমূলক মামলা ও জেল-জুলুমের শিকার হয়েছেন। তাই অনতিবিলম্বে এই কালো আইন বাতিল করতে হবে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জকিগঞ্জ উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা ডেভেলপমেন্ট অফিসার ফেরদৌস জামান সিদ্দিকী, উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা কবি মাও. ফদ্বলুর রহমান, ইখওয়ান বিজনেস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন- প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, নির্বাহী সদস্য আব্দুশ শহীদ শাকির, আল-হাদী ট্রাভেলস এন্ড ট্যুরস-এর পরিচালক আব্দুল হালিম, সংবাদকর্মী মাহতাব আহমদ, মাস্টার আলতাফ হোসেন প্রমুখ।
প্রেসক্লাবের সহ-সভাপতি মাজহারুল ইসলাম জয়নালের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে দেশের জন্যে যারা নিজের জীবন উৎসর্গকারী সকল শহীদ ও ছাত্রজনতার আন্দোলনে নিহত সিলেটের সাংবাদিক এটিএম তোরাবসহ নিহতের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat