মোঃ মোজাফ্ফার আহমেদ (আফজাল) বিলাইছড়ি প্রতিনিধি, রাঙ্গামাটি
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ
বিলাইছড়ি: রবিবার ১৯ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী।
১৯৩৬ সালের এই দিনে বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে জন্মগ্রহণ করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
তার পিতা মনসুর রহমান পেশায় ছিলেন একজন রসায়নবিদ।
বগুড়া ও কলকাতায় শৈশব-কৈশোর অতিবাহিত করার পর শহীদ জিয়াউর রহমান এর পিতার কর্মস্থল করাচিতে চলে যান।
শিক্ষাজীবন শেষে ১৯৫৫ সালে তিনি পাকিস্তান মিলিটারি অ্যাকাডেমিতে অফিসার হিসেবে কমিশন লাভ করেন। ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধে খেমকারান সেক্টরে অসীম সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেছেন তিনি।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭১ সালে অস্ত্র হাতে স্বাধীনতাযুদ্ধে অংশ নেন। যুদ্ধ শেষে আবার পেশাদার সৈনিক জীবনে ফিরে গেছেন।
১৯৭৮ সালে প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
জিয়াউর রহমানের সৈনিক ও রাজনৈতিক জীবনের সততা, নিষ্ঠা ও নিরলস পরিশ্রম প্রতিটি মানুষ শ্রদ্ধাভরে এখনও স্মরণ করে। একজন খাঁটি দেশপ্রেমিক হিসেবেও তার পরিচিতি সর্বজনবিদিত। সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজনৈতিক দর্শন ও দিকনির্দেশনা। তার প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বিএনপি দেশের স্বাধীনতা পরবর্তীকালে তিনবার রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত ছিল। ১৯৮১ সালের ৩০ মে একদল বিপথগামী সেনাসদস্যের হাতে চট্টগ্রাম সার্কিট হাউজে শাহাদতবরণ করেন দেশপ্রেমিক এই রাষ্ট্রনায়ক।
উপজেলা বিএনপির সভাপতি এক বাণীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রূহের মাগফিরাত কামনা করে বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় মহান নেতা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রবর্তিত ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব টিকিয়ে রাখার অবিনাশী দর্শন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর জন্মদিনে তার প্রদর্শিত পথেই আমরা স্বৈরাচারী অগণতান্ত্রিক শক্তির থাবা থেকে মুক্ত হই ও গণতন্ত্র ফিরে পাই । আর এর জন্য সর্বশক্তি দিয়ে ‘গণতন্ত্রের মা’ গৃহবন্দী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পেরেছি ।
বিলাইছড়ি উপজেলা সভাপতি মো: সালাম ফকির, উপদেষ্ঠা বাবু অমর জীৎ চাকমা, সহ-সভাপতি- মো: হাসান সিকদার, উপজেলা- যুব দলের সাধারন সম্পাদক - বাবু শান্তি রায় চাকমা, মহিলা দলের সভাপতি- মোসা: রাশেদা বেগম, সেকরেটরী- মোসা: দিলুয়ারা বেগম, বলেন-দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিদেশে উন্নত চিকিৎসার রোগমুক্তি কামনা করে।
তিনি আরো বলেন, গণতন্ত্র, মানুষের ভোটাধিকার, ন্যায়বিচার ফিরিয়ে আনা এবং মানুষের হারানো মৌলিক ও মানবাধিকার পুনরুদ্ধার করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
কর্মসূচি: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ (রবিবার) বেলা ১১টায় বিলাইছড়ি বিএনপির নেতাকর্মীরা সূরা ফাতিহা পাঠ ও তাঁহার স্মরণে দোয়া মিলাদ পালন করে শ্রদ্ধা জানায়। দলের দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এ জাতীয় আরো খবর..