নুর মোহাম্মদ আল আমিন, ভোলা তজুমদ্দিন উপজেলা
দ্বীপ জেলা ভোলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, জামিয়া হোসাইনিয়া মদিনাতুল উলুম ইন্দ্রনারায়নপুর তজমুদ্দিন ভোলা এর উদ্যোগে পঞ্চম তম খতমে কোরআন এবং খতমে বুখারী ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়
উক্ত খতমে বুখারীতে দরস প্রদান করেন, এশিয়া উপমহাদেশের ঐতিহ্যবাহী ইসলামি বিদ্যাপীঠ জামিয়া দারুল উলূম করাচির স্বনামধন্য মুফতি ও মুহাদ্দিস, উস্তাজুল আসাতিজা, শাইখুল হাদিস আল্লামা মুফতি আব্দুল মান্নান দাঃ বাঃ ( পাকিস্তান)
আরো উপস্থিত ছিলেন
মুফতি আব্দুল মুনতাকীব সাহেব দাঃ বাঃ ( লন্ডন)
মাওলানা সৈয়দ মুনাওয়ার আহমাদ মাহমুদি দাঃ বাঃ ( ইংল্যান্ড )
মুফতি জিয়াউর রহমান দাঃ বাঃ
মাওলানা শহিদুল হক বিন খতিব ওবায়দুল হক রহঃ
মুফতি হাবিবুল্লাহ মিসবাহ দাঃ বাঃ
মুফতি শামসুল ইসলাম জিলানী দাঃ বাঃ
মাওলানা জালাল উদ্দিন কাসেমী দাঃ বাঃ সহ আরো অন্যান্য ওলামায়ে কেরামগণ
সভাপতিত্ব করেন-
জনাব হযরত মাওলানা মুসলেহউদ্দিন ইসলামপুরি দাঃ বাঃ
মুহতামীম, অত্র জামিআ।
এ জাতীয় আরো খবর..