মোঃ মোবারক হোসেন জেলা প্রতিনিধি
মানিকগঞ্জে দুই সন্তানের জননী লায়লা আরজু (৬২) নামের এক নারীকে গলা কেটে হত্যা করেছে স্বামী সেকেন্দার আলী
বুধবার (১৫ জানুয়ারি) সকালে ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামে নিহত লায়লার বাড়ি থেকেই তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের স্বামী সেকেন্দার আলী জানান, ক্যানসার আক্রান্ত স্ত্রীকে বাসায় রেখে তিনি সকালে ৮ টার দিকে বাজারে যান। বাজার থেকে ৯টার দিকে বাড়িতে এসে দেখেন তার স্ত্রীর রক্তাক্ত দেহ খাটের মেঝেতে পড়ে রয়েছে। তার ধারণা কে বা কারা বাসায় প্রবেশ করে তার স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে।
হত্যার ঘটনা উদঘাটনের জন্য ঘটনাস্থলে থানা পুলিশসহ ডিবি পুলিশ কাজ করছেন
সেকেন্দার আলী পরিবার পরিকল্পনা বিভাগের ইউনিয়ন কার্যালয়ের অবসরপ্রাপ্ত ফার্মাসিস্ট। তাদের দুই ছেলে-মেয়ে পরিবারসহ ঢাকায় থাকেন। গ্রামের দোতলা বাড়ির নিচতলা একটি বেসরকারি সংস্থাকে ভাড়া দেওয়া। সেকেন্দার ও লায়লা দোতলায় থাকতেন।
এ বিষয়ে ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।তিনি আরও বলেন,
মানিকগঞ্জের ঘিওর উপজেলায়,, ক্যান্সার আক্রান্ত স্ত্রীকে নিজের হাতে জবাই করে হত্যার পর নাটক সাজিয়েছিল স্বামী সেকেন্দার আলী। পুলিশের কাছে জবানবন্দিতে বেরিয়ে আসে চাঞ্চল্যকর অনেক তথ্য। কাজের বুয়ার সঙ্গে পরকীয়া ও দ্বিতীয় বিয়েতে অনুমতি না দেয়ার কারণেই নির্মম হত্যাকান্ডটি ঘটানো হয়েছে।
এ জাতীয় আরো খবর..