×
সদ্য প্রাপ্ত:
বর্ণীল আয়োজনে উদ্বোধন হল জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব কার্যালয় পুঁইশাক চাষে সফল সুফিয়া, আগ্রহী হচ্ছে অন্য কৃষকরাও দিনাজপুরে পুলিশের ফায়ারিং রিহার্সাল গুলিতে বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলেক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল পঞ্চম তম খতমে বুখারী উপলক্ষ্যে জামিয়া হোসাইনিয়া তজুমদ্দিন মাদ্রাসায় অনুষ্ঠিত হয় প্রশংসায় ভাসছেন নালিতাবাড়ী থানার ওসি মোঃ সোহেল রানা সৌদি আরব ফিউচার মিনারেল ফোরাম SR১০৭ বিলিয়ন মূল্যের ১২৬টি চুক্তি স্বাক্ষর করেছে পুলিশ ভালো মানুষের বন্ধু আর খারাপ মানুষের শত্রু: ওসি কোতোয়ালি মানিকগঞ্জে নারীকে গলা কেটে হত্যা সোনারগাঁওয়ে মাসব্যাপি লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব-২০২৫ উদ্বোধন
  • প্রকাশিত : ২০২৪-১২-১৭
  • ২৮ বার পঠিত
মোঃ রাফসান জানি, ভোলা:
সূর্যোদয়ের সাথে সাথে ৬ টা ৩১ মিনিট এর সময় একত্রিশ বার তোশধবনির মাধ্যমে মহান বিজয় দিবস ২০২৪ এর শুভ সূচনা করে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়।

মুক্তিযুদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন ভোলা জেলা প্রশাসক আজাদ জাহান,জেলা প্রশাসন পুলিশ সুপার শরিফুল হক, কোস্ট গার্ড দক্ষিণ জোন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ভোলা,ভোলা জেলা পরিষদ, ভোলা পৌরসভা, ভোলা প্রেসক্লাব, ভোলা জেলা কমান্ড্যান্ট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বৈষম্য বিরোধী ছত্র আন্দোলনের সমন্বয়ক বৃন্দ,ভোলা উপজেলা প্রশাসন,ভোলা সিভিল সার্জন, ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, র‍্যাব ৮ ভোলা, ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, বন বিভাগ, সহ সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও রাজনৈতিক দল গুলো সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা জ্ঞাপন করেন বীর শহিদেরকে, যাদের এত আত্মত্যাগের পরে পাওয়া এই বিজয় দিবস। বীর শহীদ মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। 

সকাল ৯ টার সময় ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তলন করেন জেলা প্রশাসক আজাদ জাহান ও বিজয় মেলা উদ্বোধন করেন এ  মেলা তিনদিন ব্যাপী চলবে।ভোলা জেলা পুলিশ সুপার শরিফুল হক কুচকাওয়াজে অংশ গ্রহণ করেন।

বেলা ১১ টায় ভোলা জেলা প্রশাসন এর  কনফারেন্স রুমে জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা,বীর শ্রেষ্ঠ পরিবার ও শহিদ  মুক্তিযোদ্ধাদের  সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
বিকেল থেকে ভোলা জেলা প্রশাসনের আয়োজনে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক আজাদ জাহান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার শরিফুল হক। আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ এবং বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat