×
সদ্য প্রাপ্ত:
ছাত্রদের সঙ্গে পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়ার অঙ্গীকার মেয়র ডা. শাহাদাতের দেবহাটায় জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ আসিফ ও আহতদের স্মরনে স্মরন সভা এক্স-রে করে যুবকের পেটে মিলল ইয়াবা ৬০০ পিচ আমতলীতে কোরআন শরীফ ও মুহাম্মদ(স.)কে নিয়ে শিক্ষকের কটুক্তি কুড়িগ্রাম জেলা নদী ভাঙনের করাল গ্রাসে বিপর্যস্ত জনজীবন, কমে যাচ্ছে কৃষি ও বাসস্থানের জমি ফেনীতে শেষরাতে খামার কর্মচারীকে হত্যা, ৪ লক্ষ টাকার গরু ডাকাতি ছাত্রদের সঙ্গে পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়ার অঙ্গীকার মেয়র ডা. শাহাদাতের সম্মেলনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তকদীর হোসেন মো. জসিমের ওপর হামলা সরবরাহে কৃত্রিম সংকট তৈরিতে কঠোর পদক্ষেপ: বাণিজ্য উপদেষ্টা খুলনা আদালতের জেলা পিপি এড.তুষার, জিপি এড. জাকির
  • প্রকাশিত : ২০২৪-১১-০৪
  • ৫২ বার পঠিত
সেলিম হোসেন রুবেল, জয়পুরহাট প্রতিনিধি:
আবাদী জমির ধানগাছ কেটে ঘর নির্মাণ করে জমি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে জয়পুরহাটের কালাই উপজেলার তালোড়া বাইগুণী গ্রামের জালাল উদ্দিন,পলাশ মিয়া, আনোয়ার হোসেন ও আবুল হোসেনের বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, তালোড়া বাইগুনী গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে মাহবুব আলমের সহিত একই গ্রামের জালাল উদ্দিনসহ উল্লেখিত বিবাদীর জমিজমা নিয়ে পূর্ব থেকেই বিরোধ চলে আসছে।

তফসীলি জমি জেলার কালাই উপজেলার গড় বলানী নান্দাইল মৌজায় অবস্থিত। যার এম আর আর খতিয়ান নং ১৬, আর এস নং ৮৩০, দাগ নং ১৬/৫৬ ও ১৭/৫৭, জমির পরিমাণ ১.৭১ একর, জমির ধরণ ধানী।

উক্ত জমি নিয়ে অভিযোগকারী কালাই সহকারী জর্জ আদালতে মামলা দায়ের করেন। যার নং ১৫৫/২৩। উক্ত মামলার প্রেক্ষিতে বিবাদী পক্ষ জয়পুরহাট জেলা জর্জ আদালতে মিস আপীল মামলা দায়ের করেন যার নং ০১/২০২৪ এবং মামলা দুইটি চলমান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আদালত থেকে উক্ত জমির ধরণ অপরিবর্তিত রাখার জন্য ঘর নির্মাণ, মাটি ভরাট, মাটি কর্তন বা অনাধিকার প্রবেশ না করার আদেশ জারি করেন। কিন্তু বিবাদীগণ আদালতের আদেশ অমান্য করে অভিযোগকারীর দখলকৃত জমির ধান কর্তন করে ঘর নির্মাণ করেছেন। 

মাহবুব আলম আরো জানান, ৯৬ সাল থেকে আমি ও আমার বাবা দখলে আছি। কোর্টে একটি মামলা চলমান। কোর্ট থেকে বিবাদীর ওপরে অস্থায়ী নিষেধাজ্ঞা আছে। ৫ আগষ্ট এর পরে বিবাদী জালাল বিএনপি করে মর্মে আমার বর্গা দেয়া জমির কাঁচা ধান কেটে জোরপূর্বক ঘর নির্মান করে।  আমি বাধা দিতে গেলে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে। এ ব্যাপারে আমি থানায় অভিযোগ দাখিল করেছি।

অভিযুক্ত জালাল বলেন, এই জায়গা আমি বৈধভাবে ক্রয় করেছি। আওয়ামী লীগের প্রভাব ঘাটিয়ে অতীতে আমার বৈধ জায়গাতে আমাকে যেতে দেয়নি। বিভিন্ন মামলা হামলার ভয় দেখিয়ে আমাকে বিভিন্নভাবে হয়রানি করে। ৫ তারিখে আওয়ামী লীগ পলায়ন করলে আমার জায়গা দখলে নিয়ে ঘর করি। 

কালাই থানা অফিসার ইনচার্জ জাহিদ হোসেন বলেন, এ বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি এটা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat