এম সাহাবউদ্দিন সাবু, বরগুনাঃ
গত ১০জুন ২০১৮ইং হতে মানবতার সেবায় কাজ করে আসছে এই
(ইচ্ছে পূরনের অঙ্গিকার ফাউন্ডেশন) নামক এই সংগঠন ।
বরগুনা সদর উপজেলার পরীরখাল গ্রামে অবস্থিত এই সংগঠন টি। সম্পূর্ণ মানবতার সেবাই তাদের লক্ষ। ৬০+জন শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত এই ফাউন্ডেশন। শিক্ষার্থীরা তাদের সামান্য পকেট খরচের টাকা জমিয়ে তাদের উদার মনের মাধ্যমেই আজ তারা সমাজের মানবতার পাহাড়ে পরিনত হয়েছে। বিগত ৬ বছর ধরে এই ফাউন্ডেশন প্রায় ৫০ টি সামাজিক মানবতার কাজ করে আসছে।
বর্তমানে অসহাদের মাঝে শীতবস্ত্র বিতরন সহ হত-দরিদ্রদের জন্য বিভিন্ন যায়গায় মানবতার দেয়াল স্থাপন করেছে।
এছাড়াও অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন,মেধাবী অসহায় শিক্ষার্থীদের আর্থিক সেবা, প্রাথমিক বিদ্যালয়ে থেকে ঝড়ে পড়া শিশুদের সার্বিক সহযোগিতার মাধ্যমে তাদের পাশে থেকে কাজ করে যাচ্ছে এই ফাউন্ডেশন।
পরিবেশ সুরক্ষা নিয়েও আছে তাদের অগ্রনী ভূমিকা। বিভিন্ন স্কুলে পরিবেশ বান্দব গাছ রোপন, রাস্তার পাশে গাছ ও বীজ রোপন সহ রাস্তার ফাকা যায়গায় তালেরবীজ রোপন করে, পৃথিবীর উষ্ণতা থেকে রক্ষা পেতে রয়েছে তাদের অনেক পরিকল্পনা।
অসহায় মুমূর্ষু রোগীদের জন্য রয়েছে চিকিৎসা তহবিল। যা, যে কোন সময় অসহায় রোগীর পাশে থাকতে সচেষ্ট করবে। এছারাও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে খাদ্য সামগ্রী অসহায়দের দ্বারে দ্বারে পৌছে দিয়ে অসহায়দের মুখে হাসি ফুটিয়ে ধনী গরীব বেদাবেধ ভুলিয়ে একই সমাজে কাধে কাধ মিলিয়ে চলার সুযোগ করে দিতেও তারা পিছু হটছে না।
প্রতিষ্ঠানের সভাপতি সাব্বির হাসান মুরাদ সোনালী কন্ঠকে বলেন, সমাজের এতিম শিশুদের নিয়ে কাজ করা, সমাজে সচেতনতা সৃষ্টি, শিক্ষার মান উন্নয়ন, মেধাবী শিক্ষার্থীদের প্রযুক্তি উন্নয়নে সহায়তা সহ সমাজের যে কোন অসামাজিক কার্যক্রম এর বিরুদ্ধে বলিষ্ঠ ভুমিকা রাখাই তাদের মূল লক্ষ।
সভাপতি সাব্বির হাসান মুরাদ আরও বলেন, কোন দাতা সংস্থা বা সরকারি আর্থিক সহায়তা পেলে একটা আধুনিকায়ন সমাজ গড়ে ব্যাপক প্রসারিত করার লক্ষ রয়েছে।
এবিষয়ে সংশ্লিষ্ট ইউপি সদস্য ইলিয়াস খান তার সাক্ষাৎকারে সোনালী কণ্ঠকে বলেন। এলাকার কিশোর ও যুবকদের এই সংগঠন টি মাদক সহ বিভিন্ন অনৈতিক কার্যক্রম থেকে দূরে রেখে সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া ও বিনোদন মুলক কার্যক্রমের মাধ্যমে তাদের নিয়ে একটা আদর্শ সমাজ গড়ার চেস্টা চালিয়ে যাচ্ছে। তাদের এমন পরিকল্পনায় আনন্দিত এলাকার সকল পেশার মানুষ।
তাদের এই কার্যক্রম প্রতিটি মানুষের এই সুন্দর জীবন বিনির্মানে অনেক পরিবর্তন এনেছে, সামনেও আনবে বলে মন্তব্য করেন এলাকার সুশীল সমাজ।
তাদের এই কার্যক্রম নিয়ে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান (সাবেক প্যানেল চেয়ারম্যান) মনির হোসেন সোনালী কণ্ঠকে মুঠোফোনে বলেন, তাদের এমন একটা সুন্দর অরাজনৈতিক ও স্বার্থহীন উদার মনোভাবের প্রতি চির কৃতজ্ঞ তিনি। এবং আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে এমন পরিকল্পনা নিয়ে একটা আধুনিক সমাজ গড়তে যতটা সহায়তা দরকার, সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সহায়তা দেয়ার আশ্বাস প্রদান করেন।
এ জাতীয় আরো খবর..