×
সদ্য প্রাপ্ত:
এগারোমাথায় এক কিলোমিটারে ৬টি ইটভাটা: মাটির টপ সয়েল ধ্বংস,জনস্বাস্থ্য ও পরিবেশ বিপর্যয় কালীগঞ্জে সমলয়ের কৃষকদের সার বিতরণ ও মাঠ দিবস আদমদীঘিতে শীত মৌসমে ব্যাস্ত সময় পার করছেন লেপ-তোশক তৈরীর কারিগররা হোমনায় প্রতিপক্ষকে ফাঁসাতে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ সতবাড়িতে আগুন ৩ টি ঘর পুড়ে ছাই, পরিবারের আর্তনাদ! কলাপাড়ায় দুর্যোগের আগাম প্রস্তুতিমূলক কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত কালের আবর্তে আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্তির পথে আত্রাইয়ে মাটির ঘর ব্রাহ্মণবাড়িয়ার ১৭৭ ইটভাটার মধ্যে ১১০ টি অনুমোদন নাই শাজাহানপুরে চাষ হচ্ছে বিদেশি জাতের ফুল লিলিয়াম! বরগুনার অজ্ঞাত স্থান থেকে আ.লীগের নেতাকর্মীদের শপথ, ভিডিও ভাইরাল
  • প্রকাশিত : ২০২৪-১২-১৮
  • ৮ বার পঠিত
সজীব হাসান, আদমদিঘী (বগুড়া)  প্রতিনিধি :
শীতের আগমন এলেই ব্যস্ত হয়ে পড়েন লেপ-তোশক কারিগররা। বছরের অন্যান্য সময় তারা অলস সময় কাটালেও বাংলা আশ্বিন মাস আসলেই দোকানের তালা খুলে বসেন। লেপ-তোশকের কাপড়, তুলা ও সেলাই মেশিনসহ সরঞ্জামাদী সাজিয়ে বসেন লেপ-তোশক তৈরী করতে। তেমনি আদমদীঘি উপজেলার বিভিন্ন লেপ-তোশকের দোকানে ধুম পড়েছে লেপ-তোশক তৈরীতে। স্থানীয় সুত্রে জানায় যায় আদমদীঘি উপজেলা সদর  সান্তাহার ছাতিয়ানগ্রাম চাঁপাপুর নসরতপুর মুরইল কুন্দগ্রাম কড়ইসহ বিভিন্ন এলাকায় প্রায় দুই শতাধিক লেপ-তোশকের দোকান রয়েছে। এসব দোকানে মহাজন, কারিগরসহ প্রায় শতাধিক শ্রমিক এ পেশায় রয়েছে। উপজেলা সদরের লালচান বেডিং ষ্টোরের মালিক রফিকুল ইসলাম জানায় ৭ বছর আগে থেকে তিনি এ পেশায় নিয়োজিত হন। লেপ-তোশকের এই দোকানে তার সহোদর দুই ভাইও এ পেশায় রয়েছে। তারা দিনে ৫টি লেপ-তোশক সেলাই করতে পারেন। সাড়ে ৪ হাত সাড়ে ৫ হাত মাপের একটি লেপ তৈরী করতে কাপড়, গামেন্টের্সের তুলা মজুরিসহ ১হাজার ২শত টাকা থেকে দেড় হাজার টাকা পর্যন্ত খরচে খরিদ্দারকে সরবরাহ করা হয়। এতে শ্রমিকের মজুরি ছাড়া দেড় শত টাকা লাভ থাকে। শীত মৌসুমে দিনে ৫/৬ টি লেপ-তোশক সরবরাহ করা যায়। আশ্বিন মাস থেকে ফাল্গুন মাস পর্যন্ত এ পেশার কারিগররা ব্যস্ত থাকলেও অবশিষ্ট মাসে কারিগররা অন্য পেশায় নিয়োজিত থাকেন। বর্তমানে আদমদীঘি উপজেলা অবস্থিত দুই শতাধিক প্রতিষ্ঠানে কারিগরা লেপ-তোশক তৈরীতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এবারও ধুম পড়েছে লেপ-তোশক তৈরীতে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat