×
সদ্য প্রাপ্ত:
এগারোমাথায় এক কিলোমিটারে ৬টি ইটভাটা: মাটির টপ সয়েল ধ্বংস,জনস্বাস্থ্য ও পরিবেশ বিপর্যয় কালীগঞ্জে সমলয়ের কৃষকদের সার বিতরণ ও মাঠ দিবস আদমদীঘিতে শীত মৌসমে ব্যাস্ত সময় পার করছেন লেপ-তোশক তৈরীর কারিগররা হোমনায় প্রতিপক্ষকে ফাঁসাতে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ সতবাড়িতে আগুন ৩ টি ঘর পুড়ে ছাই, পরিবারের আর্তনাদ! কলাপাড়ায় দুর্যোগের আগাম প্রস্তুতিমূলক কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত কালের আবর্তে আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্তির পথে আত্রাইয়ে মাটির ঘর ব্রাহ্মণবাড়িয়ার ১৭৭ ইটভাটার মধ্যে ১১০ টি অনুমোদন নাই শাজাহানপুরে চাষ হচ্ছে বিদেশি জাতের ফুল লিলিয়াম! বরগুনার অজ্ঞাত স্থান থেকে আ.লীগের নেতাকর্মীদের শপথ, ভিডিও ভাইরাল
  • প্রকাশিত : ২০২৪-১২-১৮
  • ৮ বার পঠিত
এম সাহাবউদ্দিন সাবু
বরগুনা জেলা প্রতিনিধিঃ

বরগুনায় মহান বিজয় দিবসে অজ্ঞাত স্থান থেকে শেখ হাসিনাকে দেশে ফেরাতে শপথ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাদের শপথ পাঠের এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে বরগুনার কোথায় বসে এ শপথ করা হয়েছে তা জানা যায়নি। 
সোমবার (১৬ ডিসেম্বর) রাতে ২ মিনিট ১০ সেকেন্ডের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এছাড়াও ব্যানারে বিভিন্ন স্লোগান লিখে বেলুন ওড়াতেও দেখা যায় ওই ভিডিওতে।

অজ্ঞাত স্থান থেকে শপথ পাঠের সময় ধারণ করা ভিডিওতে দেখা যায়, বরগুনার যে কোনো স্থানে আওয়ামী লীগের অল্প কয়েকজন নেতাকর্মী একত্রিত হয়েছেন। এ সময় সকলের হাতে বেলুনসহ কিছু ব্যানার দেখা যায়। এতে লেখা ছিল, ‘শেখ হাসিনার হাত ধরো, জঙ্গি জামায়াত খতম করো, মুক্তিযুদ্ধ আঁকড়ে ধরো’। এছাড়াও ব্যানারগুলোতে বরগুনা জেলাসহ আরও কয়েকটি উপজেলার নাম লেখা ছিল। 
ছড়িয়ে পড়া ভিডিওতে নেতাকর্মীদের শপথ পাঠে বলা হয়, গৌরবময় মহান বিজয় দিবস ২৪। চারিদিকে তাকিয়ে দেখি বঙ্গবন্ধুর সোনার বাংলা মেটিকুলাস প্ল্যানে মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। স্মার্ট বাংলাদেশকে দুর্মূল্যের জিন্দাবাদি কলঙ্কে পরিণত করার ষড়যন্ত্র চলছে। গণতন্ত্রিক ব্যবস্থাকে ছারখার করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে ত্যাগে বাধ্য করা হয়েছে। এই নৈরাজ্যকর পরিস্থিতিতে আমরা মহান সৃষ্টিকর্তার নামে শপথ করছি যে, জঙ্গি-জামায়াত বিএনপির অগ্নিসন্ত্রাস, পুলিশ জনতা খুন, লুটপাট, অবৈধ দখল, নিষ্ঠুর হামলা, গায়েরি মামলার সমুচিত জবাব দেব। গরিব দুঃখী মেহনতি মানুষকে সাথে নিয়ে মৃত গৌরভকে ফিরিয়ে আনবো। জাগ্রত বিবেকবান দেশ প্রেমিকদের ঐক্য গড়ে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল ও নির্বিঘ্ন করার লক্ষ্যে সকল কর্মকাণ্ড পরিচালনা করব। প্রয়োজনে নেত্রীর নির্দেশে গণতন্ত্রের যোদ্ধা হিসেবে নিজের জীবনকে উৎসর্গ করব। জয় বাংলা। 

একত্রিত হওয়া নেতাকর্মীদের শপথ পাঠ করানো ব্যক্তিকে ভিডিওতে দেখা না যাওয়ায় কে শপথ পাঠ করিয়েছেন তা জানা যায়নি।
এ বিষয়ে বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হালিম বলেন, বিভিন্ন উপজেলায় গোপনীয়ভাবে এটা করেছে। তিন-চারজন মিলে বেলুন উড়িয়েছে এ রকম ভিডিও দেখেছি। তবে কোথায় বসে করেছে তা জানতে পারিনি। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat