মোঃ সুজন মাহমুদ
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর রাঙ্গাবালীতে কারিতাসের ব্রীজ প্রকল্পের পরিচিতি ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা হল রুমে এ সভার আয়োজন করা হয়।
কারিতাস ব্রীজ প্রকল্পের বিভাগীয় পরিচালক ফ্রান্সিস বেপারির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরাত হোসেন এবং উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান।
সভায় আরও উপস্থিত ছিলেন রাঙ্গাবালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অজিৎ চন্দ্র দেবনাথ, মেরিন ফিশারিজ অফিসার শাহাদাৎ হোসেন এবং উপজেলা আইসিটি অফিসার মাসুদ হাসান। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বেসরকারি এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন ডিআর অ্যান্ড সিল্ক অফিসার সাকিব মাহমুদ এবং সভা পরিচালনা করেন কারিতাস ব্রীজ প্রকল্পের রাঙ্গাবালী উপজেলা সমন্বয়কারী নিরঞ্জন বর্মন।
এ জাতীয় আরো খবর..