হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় প্রতিপক্ষকে ফাঁসাতে একের পর এক মিথ্যা মামলা, দোকান ভাঙচুর ও হয়রানির অভিযোগ উঠেছে। উপজেলার শোভারামপুর গ্রামের এক ভুক্তভোগী পরিবার সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় হোমনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ তুলে ধরে।
সংবাদ সম্মেলনে শোভারামপুর গ্রামের মো. সালাহ উদ্দিন লিখিত বক্তব্যে বলেন, একটি মারামারির ঘটনায় ঝর্ণা বেগম বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। পরে সালিশে বিবাদীদের ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়, যা আদালতে মামলা প্রত্যাহারের শর্তে রাখা হয়েছিল।
তবে মামলা প্রত্যাহারের আগেই রাকিব, রাসেল বাবু ও শরীফ মোতাহের হোসেনের কাছে জরিমানার টাকা দাবি করে এবং টাকা না দেওয়ায় বিচারকদের বাড়িতে হামলা চালায়। এ ঘটনায় মোতাহের হোসেন বাদী হয়ে হোমনা থানায় মামলা দায়ের করেন (মামলা নং-২, তারিখ ২৪/১১/২৪)।
পরে জামিনে এসে আসামিরা মোতাহের হোসেনের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে এবং তার ছোট ভাইয়ের বিয়েতে হামলা চালায়। এ ঘটনায় আবারও আদালতে মামলা দায়ের হয়। অভিযোগ রয়েছে, আসামিরা এলাকার বিভিন্ন মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি করছে।
তবে অভিযুক্ত আবুল কালাম আজাদ দাবি করেন, "পূর্বশত্রুতার জেরে আমার দোকান ভাঙচুর করে মালামাল লুট করা হয়েছে। এ ঘটনায় আমি আদালতে মামলা করেছি।"
এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই মঞ্জুর বলেন, "উভয় পক্ষের মামলা তদন্তাধীন। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
ভুক্তভোগী পরিবার সঠিক তদন্তের মাধ্যমে ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে।
এ জাতীয় আরো খবর..