ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডিমলা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাই ও বোনের মৃত্যু হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজ সুন্দর খাতা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত জহুরা খাতুন (১০) ও হাচিনুর রহমান (৫) একই গ্রামের মো. জয়নাল আবেদীন সন্তান।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে বাড়ির আঙ্গিনায় টাঙানো জিআই তারে জহুরা কাপড় শুকাতে দেন। এ সময় শর্ট সার্কিটে জিআই তারটি বিদ্যুতায়িত হয়ে জহুরা বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে ছোটভাই এগিয়ে গেলে সেও স্পৃষ্ট হয়। ঘটনাস্থলেই জহুরার মৃত্যু হয়। শিশু হাচিনুরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
নিহতদের বাবা জয়নাল আবেদীন কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার মেয়ে জিআই তারে কাপড় শুকাতে গিয়েছিল। তার যে বিদ্যুতায়িত হয়ে ছিল। আমরা একটুও বুঝতে পারিনি। আমার সর্বনাশ হয়ে গেল। দুই কলিজার টুকরা একসঙ্গে আমাকে ছেড়ে চলে গেল। এখন আমি একদম এতিম হয়ে গেলাম। এখন আমার বেঁচে থাকা দুষ্কর হয়ে গেল।
ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিদ্যুৎস্পৃষ্টে মৃত ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযোগ না থাকায় তাদের মরদেহ পরিবারকে বুঝিয়ে দেয়া হবে।
মিজানুর রহমান সবুজ
এ জাতীয় আরো খবর..