×
  • প্রকাশিত : ২০২৫-০১-১৫
  • ৯ বার পঠিত
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
(১৫ জানুয়ারি) বুধবার  ঠাকুরগাঁওয়ে শীতের প্রকোপ তীব্র আকার ধারণ করেছে। সকাল থেকে কুয়াশা আর ঠান্ডা বাতাসে জনজীবন বিপর্যস্ত। বিশেষ করে দরিদ্র ও নিম্নআয়ের মানুষগুলো চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। সরকারিভাবে বিতরণ করা শীতবস্ত্রের বেশিরভাগই প্রকৃত দরিদ্র মানুষের কাছে না পৌঁছে সিণ্ডিকেট সদস্যদের হাতে চলে যাচ্ছে বলে অভিযোগ ও জনমনে প্রশ্ন উঠেছে।

বুধবার সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিনিয়র সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব এস. এম. জসিম বলেন, “প্রতিবছরই আমরা এমন পরিস্থিতির মুখোমুখি হই। শীতবস্ত্র বরাদ্দ করা হয়, কিন্তু এগুলো সঠিক মানুষের হাতে পৌঁছাচ্ছে কিনা তা মনিটরিং করা দরকার। এক শ্রেণির সিণ্ডিকেট কারীরা এগুলো নিজেদের দখলে রেখে বিতরণকে ঘিরে প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে । দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর বদলে তারা সুবিধাভোগী শ্রেণিতে পরিণত হয়েছে।” মন্তব্য সাধারণ মানুষের কোথায় দিচ্ছে অনুদানের কম্বল।

তিনি আরও বলেন, “ত্রাণ ও সহায়তা প্রকৃত প্রাপকদের কাছে পৌঁছাতে হলে বিতরণ প্রক্রিয়ার ওপর নজরদারি বাড়াতে হবে। স্থানীয়  স্বেচ্ছাসেবী সংগঠন ও সাংবাদিকদের সমন্বয় ঘটিয়ে সুষ্ঠু বণ্টন নিশ্চিত  করলে প্রকৃত গরীব মানুষ উপকৃত হতো”

এদিকে, শীতের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে শীতজনিত রোগের প্রকোপও বাড়ছে। জেলার হাসপাতালগুলোতে শিশু ও বয়স্ক রোগীদের ভিড় লক্ষ্য করা গেছে। দরিদ্র পরিবারগুলো পর্যাপ্ত গরম কাপড়ের অভাবে আরও দুর্ভোগে পড়েছে।

সূত্র জানিয়েছে, শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে এবং বরাদ্দকৃত সামগ্রী সঠিক মানুষের হাতে পৌঁছাতে তারা সচেষ্ট। তবে সচেতন মহল মনে করেন, শীতবস্ত্র বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করা না গেলে দরিদ্র মানুষের দুর্ভোগ কমানো সম্ভব হবে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat