সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ
ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহারে জোড়া খুন। বচসার মাঝে একে অপরকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ ২ যুবকের। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তাঁরা। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। জানা যায়, মৃতদের নাম ইউসুফ মিয়া ও হাসানুর রহমান। ২ জনেই ভেটাগুড়ি দুই গ্রাম পঞ্চায়েতের উত্তর বালাডাঙ্গা এলাকার বাসিন্দা। মঙ্গলবার (১৪ জানুয়ারি ) রাতে ২ জনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাড়াতাড়ি তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। খবর দেওয়া হয় স্থানীয় থানায়। এদিকে চিকিৎসকরা ২ জনকেই মৃত বলে ঘোষনা করেন। রাতেই মৃতদেহ ২টি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কিন্তু কেন এই খুন ? স্থানীদের দাবি, মৃত ২ জনই অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। মঙ্গলবার (১৪ জানুয়ারি ) রাতে তা নিয়েই ২ জনের মধ্যে অশান্তি বাঁধে। ক্রমে তা চরম আকার নেয়। এক পর্যায়ে হাতাহাতিতে পৌঁছে যায়। অভিযোগ, সেই সময়ই ধারালো অস্ত্র নিয়ে ২ জনই ২ জনকে আক্রমণ করে। তার জেরেই মৃত্যু। দিনহাটার এসডিপিও ধীমান মিত্র জানান, "২ জনেরই মৃত্যু হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।"
এ জাতীয় আরো খবর..