×
  • প্রকাশিত : ২০২৫-০১-১৫
  • ৮ বার পঠিত
‎গোলাম মোরশেদ,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: 
নওগাঁর রাণীনগর থানাপুলিশের বিশেষ অভিযানে একজন মাদক ব্যবসায়ীসহ তিনজনকে গ্রেফতার করেছে । মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতা এবং গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।
‎রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান,মাদক কারবারী,সন্ত্রাসী এবং গ্রেফতারী পরোয়ানা ভুক্তদের ধরতে বিশেষ অভিযান শুরু হয়েছে। অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঝিনা গ্রামে অভিযান চালিয়ে বীরেন্দ্রনাথ (৫৪) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকালে তার নিকট থেকে ৫০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। গ্রেফতার বীরেন্দ্রনাথ ঝিনা গ্রামের দ্বীন বন্ধুর ছেলে। এঘটনায় রাতেই তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে। এছাড়া আদালতের গ্রেফতারী পরোয়াা মূলে উপজেলার কাশিমপুর গ্রামের আহাদ আলীর ছেলে আকরাম হোসেন এবং কামতা গ্রামের আব্দুল জলিল মন্ডলের ছেলে আব্দুল হাইকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat