শিবলু রহমান, বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ায় স্বামীর নির্মম মারধরের শিকার হয়ে স্ত্রী মোছাঃ রেক্সনা ওরফে শরিফুন নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার (২ ডিসেম্বর) জেলার শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহত রেক্সনা একই গ্রামের মৃত নুর ইসলামের মেয়ে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত রেক্সনা ওরফে শরিফুন কে তার প্রবাস ফেরত স্বামী আবু জাফর ও তার বাড়ির লোকেরা দীর্ঘদিন যাবৎ নির্যাতন করে আসছিলো। এরপর গত ২৬ নভেম্বর স্বামী আবু জাফর স্ত্রীকে ব্যাপক মারধর করে। এর একদিন পর গত ২৭ নভেম্বর তারিখে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে নিহত রেক্সনা ওরফে শরিফুন কে শহড়ের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করানো হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
এদিকে নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, স্বামী আবু জাফর প্রবাসে থাকাকালীন তার বাড়ির লোক এর আগেও অনেকবার নিহত রেক্সনাকে মারধর করেছে এবং আবু জাফর মাসখানেক আগে প্রবাস থেকে ফিরলে তাদের মাঝে বিভিন্ন কারনে ঝগড়া লেগেই থাকতো। গত ২৬ তারিখ নির্মম মারধরের শিকার হয়ে রেক্সনা জ্ঞান হারায়। এর একদিন পর তাকে তার পরিবারের লোক জন নিয়ে হসপিটালে ভর্তি করালে সোমবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মারধরের বিষয়টি পরিবারের কাছে শিকার করলেও পলাতক রয়েছেন স্বামী আবু জাফর।
এ ঘটনায় শাজাহানপুর থানার তদন্ত অফিসার মোঃ মাসুদ ঘটনাস্থল পরিদর্শন করে জানান, এ বিষয়ে থানায় এখনো কোনো মামলা হয়নি। তবে এলাকাবাসী খবর দিলে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি এবং লাশের গায়ে মারধরের চিহ্ন পাওয়ায় আমরা নিহতের মরদেহটি পোস্ট মর্টেম করার জন্য থানায় নিয়ে যাবো। এ বিষয়ে থানায় কোনো মামলা না হলে সরকারবাদী মামলা করা হবে। এবং পরবর্তীতে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।
এ জাতীয় আরো খবর..