×
সদ্য প্রাপ্ত:
কেরানীগঞ্জের একটি বাড়িতে আচমকা বিস্ফোরণে একজন দগ্ধ কেরানীগঞ্জের একটি বাড়িতে আচমকা বিস্ফোরণে একজন দগ্ধ কেরানীগঞ্জের একটি বাড়িতে আচমকা বিস্ফোরণে একজন দগ্ধ বাড়িতে আচমকা বিস্ফোরণে একজন দগ্ধ বর্ণীল আয়োজনে উদ্বোধন হল জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব কার্যালয় পুঁইশাক চাষে সফল সুফিয়া, আগ্রহী হচ্ছে অন্য কৃষকরাও দিনাজপুরে পুলিশের ফায়ারিং রিহার্সাল গুলিতে বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলেক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল পঞ্চম তম খতমে বুখারী উপলক্ষ্যে জামিয়া হোসাইনিয়া তজুমদ্দিন মাদ্রাসায় অনুষ্ঠিত হয় প্রশংসায় ভাসছেন নালিতাবাড়ী থানার ওসি মোঃ সোহেল রানা
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৩
  • ১৪৫ বার পঠিত
মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগলের ফাইন্ড মাই ডিভাইস উন্মোচন হতে আরও সময় লাগতে পারে। গুগল নিশ্চিত করেছে যে, ফাইন্ড মাই ডিভাইস ফিচারের আপগ্রেড সংস্করণের রোলআউট শুরু করতে কিছুটা সময় লাগতে পারে। সংশোধিত এ সংস্করণটির মাধ্যমে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের অ্যাপল ডিভাইসগুলোকে ট্র্যাক করতে সহায়তা করার কথা ছিল। কিন্তু, মনে করা হচ্ছে ট্র্যাকারটি ব্যক্তিগত রাখার প্রযুক্তি এখনই প্রকাশের জন্য প্রস্তুত নয়, যা নতুন ফিচার চালু করতে দেরি করছে।

বিলম্বের কারণ হিসাবে মনে করা হচ্ছে অ্যাপল এখনো আইওএস-এ প্রাইভেসি ফিচার আনতে পারেনি, এর ফলে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এ ফিচার চালু করতে সময় লাগছে।

গুগল তার ব্লগ পোস্টে জানিয়েছে যে, ‘এ সময় আমরা ফাইন্ড মাই ডিভাইস নেটওয়ার্কের রোলআউট হোল্ড করে রাখার সিদ্ধান্ত নিয়েছি, যতক্ষণ না অ্যাপল আইওএসের জন্য সুরক্ষা প্রয়োগ করছে।’

চলতি বছরের শুরুর দিকে গুগল আই/ওতে গুগল ঘোষণা করেছিল যে, এটি ফাইন্ড মাই ডিভাইস নেটওয়ার্কে লাখ লাখ ডিভাইস নিয়ে আসছে এবং এটিকে অ্যাপলের প্ল্যাটফরম দ্বারা সমর্থিত ডিভাইসগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তুলছে। কিন্তু, এ সিস্টেম সামগ্রিক প্রাইভেসিকে প্রশ্নের মুখে ফেলতে পারে। যার জন্য উভয় সংস্থাই নতুন সিকিউরিটি নীতি এবং প্রযুক্তি মেনে চলছে, যা অ্যাপল এখনো আইওএস এর জন্য প্রয়োগ করতে পারেনি। এই ফিচারের সম্পূর্ণ রোলআউট কবে হতে পারে, সেই বিষয়ে এখনই পরিষ্কার করে কিছু বলা যাচ্ছে না। গুগল বছরের শেষের দিকে একটি টাইমলাইন সম্পর্কে কথা বলেছে, তবে এটি নিয়ে আসতে অ্যাপলের সমর্থন প্রয়োজন। তাই আপাতত উভয় কোম্পানির আপডেটের উপরে নজর রাখা ছাড়া উপায় নেই, যাতে ইউনিফাইড ট্র্যাকার অ্যালার্ট চালু হলেই সঙ্গে সঙ্গে সেই বিষয়ে জানা যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat