অলিউদ্দিন মিলনঃ
ঢাকার দক্ষিন কেরানীগঞ্জের কালিগঞ্জ নয়াবাড়ীর স্বাধীন মিয়ার ছয় তলা আবাসিক ভবনের নিচ তলায় গতকাল (১৯ জানুয়ারি রবিবার) ভোররাতে এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন গুরুতর অগ্নিদগ্ধসহ মোট ৪ জন আহত হয়েছেন।
সরেজমিনে প্রাপ্ত তথ্যে জানা গেছে, ভোর রাতে প্রচন্ড শব্দ করে বিস্ফোরণ হয় যার ফলে আশপাশের এক কিলোমিটার এলাকা প্রকম্পিত হয়। বিস্কোরনের ফলে আগুন লেগে যায়। এ সময় ভবনের নিচতলার কলাম ভেঙে ভবনটি পার্শ্ববর্তী তিন তলা বিল্ডিংয়ের ওপর হেলে পড়ে। এতে একজন অগ্নিদগ্ধ হন ও তিনজন আহত হন।
আহতরা হলেন, আবির (১০), আঁখি (২৮), কলি (৩২) এবং অগ্নদগ্ধ হন সজীব (২৫)।
এই ঘটনায় অগ্নিদগ্ধ সজীবকে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়িতে অবস্থান করছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে বিস্ফোরণের বিকট শব্দ পাওয়া যায়। আগুনে আশেপাশের বেশ কয়েকটি ভবনের জানালার গ্লাস ও দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কি কারণে এই ভয়াবহ বিস্ফোরণ সে বিষয়টি তাৎক্ষণিক জানা যায়নি।
এদিকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করে বাড়িটিকে প্রাথমিকভাবে পরিত্যক্ত ঘোষণা করে বাসিন্দাদের সেখান থেকে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছেন।
আহত আখি আক্তার জানান, রাতে ছেলেকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোর চারটার দিকে হঠাৎ বিস্ফোরণে তার ঘরের দেওয়াল ভেঙে পড়ে এবং জানালা খুলে তার পায়ের ওপর পড়ে। এ সময় খাটের উপরে শুয়ে থাকা তার ছেলের মাথার উপর ফ্যান খুলে পড়ে। চারিদিকে দাউ দাউ করে আগুন জ্বলছিল।কোনোরকমে ঘর থেকে ছেলেকে নিয়ে বেড়িয়ে আসেন তিনি। পরে এলাকাবাসী তাদেরকে হাসপাতালে নিয়ে যান। তার ঘরের সমস্ত আসবাবপত্র দেওয়ালের নিচে চাপা পড়েছে। স্থানীয় জনগণের কেউ কেউ মনে করেন, গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ হতে পারে।
গ্যাস অফিসের লোকজনের
সঙ্গে কথা বলে জানা গেছে, গ্যাসের লিকেজ থেকে এই বিস্ফোরণ হয়নি বলে মনে করেন তারা। তারা গ্যাসের রাইজার অক্ষত অবস্থায় পেয়েছেন বলে জানিয়েছেন।
কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ কাজল মিয়া জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে গ্যাসের লিকেজ অথবা স্যুয়ারেজ থেকে বিস্ফোরণ হতে পারে মনে হলেও তদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে।যেহেতু ভবনটি পাশের একটি তিন তলা ভবনের উপর হেলে পড়েছে তাই ভবনটি সাময়িকভাবে পরিত্যক্ত ঘোষণা করে বাসিন্দাদের সেখান থেকে সরে যেতে বলা হয়েছে।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দুপুরের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।