×
সদ্য প্রাপ্ত:
কেরানীগঞ্জের একটি বাড়িতে আচমকা বিস্ফোরণে একজন দগ্ধ কেরানীগঞ্জের একটি বাড়িতে আচমকা বিস্ফোরণে একজন দগ্ধ কেরানীগঞ্জের একটি বাড়িতে আচমকা বিস্ফোরণে একজন দগ্ধ বাড়িতে আচমকা বিস্ফোরণে একজন দগ্ধ বর্ণীল আয়োজনে উদ্বোধন হল জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব কার্যালয় পুঁইশাক চাষে সফল সুফিয়া, আগ্রহী হচ্ছে অন্য কৃষকরাও দিনাজপুরে পুলিশের ফায়ারিং রিহার্সাল গুলিতে বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলেক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল পঞ্চম তম খতমে বুখারী উপলক্ষ্যে জামিয়া হোসাইনিয়া তজুমদ্দিন মাদ্রাসায় অনুষ্ঠিত হয় প্রশংসায় ভাসছেন নালিতাবাড়ী থানার ওসি মোঃ সোহেল রানা
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৩
  • ২৭৭ বার পঠিত
অফিস, মিটিং বা প্রেজেন্টেশনে গ্রহণযোগ্য লুকে নিজেকে মানানসই করে তুলতে পোশাক। তবে তা হতে হবে সময় উপযোগী। তেমনই পোশাক নিয়ে এসেছে দেশি ফ্যাশন ব্র্যান্ড কে ক্র্যাফট। ফ্যাশন হাউসটি তাদের নতুন সম্ভারে নিয়ে এসেছে ওয়ার্কওয়্যার বা অফিস উপযোগী পোশাক।

কে ক্রাফটের উদ্যোক্তা খালিদ মাহমুদ খান জানান, আরামদায়ক এবং উৎকৃষ্টমানের কাপড়ে তৈরি হয়েছে ফরমাল পোশাক। নতুন এই সংগ্রহের নাম দেওয়া হয়েছে ‌'ওয়ার্কওয়্যার কালেকশন'। ছেলে এবং মেয়েদের অফিস উপযোগী আধুনিক পোশাক দিয়ে সাজানো হয়েছে সম্ভারটি। ভিন্নতা আনতে মেয়েদের পোশাকে গুরুত্ব পেয়েছে এথনিক ডিজাইন। যেখানে খুব সুন্দরভাবে ফরমাল লুক ফুটিয়ে তোলা হয়েছে। এ ছাড়া রয়েছে অন্যান্য বিকল্প পোশাক।

ছেলেদের জন্য থাকছে স্ট্রাইপ, চেক ছাড়াও রয়েছে বিভিন্ন মার্জিত রঙের ফরমাল শার্ট। এ পোশাকগুলো গাঢ় এবং হালকা উভয় শেডের ফরমাল প্যান্ট বা চিনোসের সঙ্গে মিলিয়ে পরা যাবে। ছুটির দিনে চাইলে ডেনিমের সঙ্গেও পরতে পারবেন।

মেয়েদের জন্য ডিজাইনের ট্রেন্ডি কুর্তি রয়েছে, যা অফিসের জন্য একদম ঠিকঠাক। এ ছাড়াও সালোয়ার কামিজ বা শাড়ি বেছে নিতে পারেন আপনার অফিস ওয়ার হিসেবে। ফরমাল বিবেচনায় ডিজাইনাররা চমৎকার অলংকরণ, স্ক্রিন প্রিন্টিং এবং পরিমিত হ্যান্ড এমব্রয়ডারি যোগ করেছেন।

দৈনন্দিন অফিস বা বিশেষ ইভেন্টের জন্য উপযোগী পোশাক পেয়ে যাবেন এই নতুন কালেকশন থেকে। পোশাক কিনতে পারেন কে ক্র্যাফটের শোরুম বা অনলাইন স্টোর থেকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat