×
  • প্রকাশিত : ২০২৫-০২-২০
  • ২২ বার পঠিত

বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারার ঐতিহ্যবাহী প্রেসক্লাব "বাগমারা প্রেসক্লাব" এর নবাগত সদস্যদের সাথে পরিচিতি ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২০  ফেব্রুয়ারি, দুপুর ২ ঘটিকার সময় অত্র প্রেসক্লাবের অফিস কক্ষে এই পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে অত্র প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, অত্র প্রেসক্লাবের সাবেক সভাপতি আলতাফ হোসেন, সাবেক সভাপতি ইউসুফ আলী সরকার, সহ-সভাপতি নূর কুতুবুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজা বিদ্যুৎ। 


সভায় নতুন সদস্যদের পরিচিতি পর্ব শেষে ক্লাবটির সাংগঠনিক কার্যক্রম ও গঠনতন্ত্র সম্পর্কে অবহিত সকলকে অবহিত করা হয়। সেই সাথে গঠনতন্ত্র অনুযায়ী সবকিছু প্রতিপালন করার বিষয়েও তাগিদ দেওয়া হয়। পাশাপাশি এই মহান পেশার প্রতি দায়িত্বশীল থেকে পেশাগত দায়িত্ব পালনের জন্য নির্দেশনা দেওয়া হয়।  


উক্ত পরিচিতি ও মত বিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অত্র প্রেসক্লাবের কপিরাইট সম্পাদক, মোঃ আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মোঃ আকবর হোসেন, কোষাধ্যক্ষ মোঃ আব্দুল মতিন, নবাগত সদস্য হোসাইন মোঃ মোবারক, মোঃ মাহাবুর রহমান মনি, মোঃ আলমগীর হোসেন, মোঃ রুস্তম আলী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat