শ্যামল কুমার মন্ডল, কালীগঞ্জ প্রতিনিধি
যথাযোগ্য মর্যাদায়মর্যাদায় সাতক্ষীরা জেলার কালীগঞ্জে উদযাপিত হচ্ছে মহান ২১ শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটির উপলক্ষে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন সহ স্কুল,কলেজ ও বিভিন্ন দলীয় সংগঠনগুলো।
দিবসটিকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলা প্রশাসন শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ সহ আলোচনা সভার আয়োজন করেছে। উপজেলার তারালী মাধ্যমিক বিদ্যালয় রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করেছে এবং আলোচনা সভা করেছে। ফতেপুর মাধ্যমিক ও সরকারি প্রাথমিক বিদ্যালয় ৯ঃ০০ টায় পুষ্পস্তবক অর্পণ সহ রেলি করেছে। নলতা মাধ্যমিক বিদ্যালয় ও নলতা মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রভাত ফেরি করেছে। কালিগঞ্জ সরকারি কলেজ, রোকেয়া মুনছুর মহিলা কলেজ ও নলতা রেসিডেন্সিয়াল কলেজে উদযাপিত হচ্ছে যথাযোগ্য মর্যাদায়। এছাড়া উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলো সাজানো হয়েছে বর্ণিল ভাবে এবং আয়োজন করেছে বিভিন্ন অনুষ্ঠানের।
উপজেলা বিএনপি সহ এর অঙ্গ সংগঠনগুলো পুষ্পস্তবক অর্পণ করেছে স্থানীয় শহীদ মিনারে এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠানের ব্যবস্থাও করেছে।
এছাড়া এলাকার সুধীজন, প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সংগঠন, ক্লাব এর পক্ষ থেকে বিভিন্ন জায়গায় পুষ্প স্তবক অর্পণ সহ রেলি করতে দেখা গেছে ।
সকলে মনে করেন সালাম, বরকত, রফিক,শফিক রক্ত দিয়ে রেখে গেছেন আমাদের প্রানের ভাষা। তাদের স্মরণ করার মাধ্যমে আসবে আমাদের জাতীয় জীবনের সার্থকতা। ২১ শে ফেব্রুয়ারি থাকবে আমাদের অন্তরে।
এ জাতীয় আরো খবর..