×
  • প্রকাশিত : ২০২৫-০২-২১
  • ১৩ বার পঠিত
ওমর ফারুক, নাগেশ্বরী প্রতিনিধি:
অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নাগেশ্বরী কেন্দ্রীয় শহীদ মিনারে গভীর শ্রদ্ধার সঙ্গে ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

এসময় উপজেলা প্রশাসন ও পরিষদ, নাগেশ্বরী থানা, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নাগেশ্বরী উপজেলা ও পৌর শাখা, নাগেশ্বরী পল্লী বিদ্যুৎ, নাগেশ্বরী সরকারি কলেজ, পূর্ব সুখাতী বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি টেকনিক্যাল স্কুল, গণ অধিকার পরিষদ নাগেশ্বরী শাখা, বণিক সমিতি নাগেশ্বরী, নাগেশ্বরী হাসপাতাল, ফায়ার সার্ভিস নাগেশ্বরী, সোনালী ব্যাংক পিএলসি নাগেশ্বরী শাখা, জনতা ব্যাংক পিএলসি নাগেশ্বরী শাখাসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পপস্তবক অর্পন শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। ভাষা আন্দোলনের চেতনায় উজ্জীবিত হয়ে উপস্থিত সবাই বাংলা ভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat