সাগর হোসাইন, বদলগাছী, প্রতিনিধিঃ
নওগাঁ জেলার শ্রেষ্ঠ বিদ্যাপিঠ বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুলের ৮৫ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ ও ১৮ ফেব্রুয়ারী দুই দিনব্যাপী অনুষ্ঠিত এই প্রতিযোগিতার ১ম দিন ক্রীড়া প্রতিযোগিতা এবং দ্বিতীয় দিনে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মোজাফফর হোসেন উকিল। প্রথম দিনের উদ্বোধনী এবং সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন এবং বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি। এসময় থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজাহান আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম, আমন্ত্রিত অতিথিগণ, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
এই বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ২০২৩ এবং ২০২৪ সালে অনুষ্ঠিত এস.এস.সি পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়
এ জাতীয় আরো খবর..