×
  • প্রকাশিত : ২০২৫-০১-১৬
  • ৯৬ বার পঠিত
সুজন রায়,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: 
দীর্ঘ পাঁচ বছর বন্ধ থাকার পর প্রাথমিক শিক্ষার মানোনয়নে মাধবপুরে আবারও শুরু হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাব ক্লাস্টার প্রশিক্ষণ। 
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) উপজেলার জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ সাব ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ৪টি স্কুলের ৩০ জন শিক্ষক নিয়ে পরিচালিত উক্ত প্রশিক্ষণের পরিচালনায় ছিলেন সহকারী শিক্ষা অফিসার জনাব কবির হুসেন। সহযোগিতায় ছিলেন সুরমা চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নয়ন চৌধুরী। বিগত সরকারের আমলে এই সাব ক্লাস্টার প্রশিক্ষণ বন্ধ করে দেয়া হয়েছিল। বর্তমান সরকার এসে সেই প্রশিক্ষণ ব্যবস্থা আবার চালু করেছেন। এ বিষয়ে সুরমা চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নয়ন চৌধুরী বলেন, এই প্রশিক্ষণ শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য অত্যন্ত ফলপ্রসূ বিবেচিত হবে বলে মনে করি। প্রশিক্ষণার্থী শিক্ষকরা প্রশিক্ষণটি নিয়মিত চালু রাখার দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat