নাজিম আহমেদ (রানা )
জেলা প্রতিনিধি
গাইবান্ধা
সম্প্রতিক সময়ে গাইবান্ধায় ( পিডিবি) বর্তমানে নেসকো লিমিটেড কুর্তিক বিদ্যুৎ প্রিপেইড মিটার সংযোগ বাতিলের প্রতিবাদে গাইবান্ধায় দুর্বার আন্দোলন চলছে।
পতিত ফ্যাসিস্ট সরকারের বির্তকিত প্রি-পেইড বিদ্যুৎ মিটার গাইবান্ধায় সংযোগের চেষ্টা চলছে তা জের ধরে গাইবান্ধায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বিভিন্ন সচেতন মহল দ্বারা অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ গাইবান্ধায় বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতি গাইবান্ধা জেলা উদ্যোগে গাইবান্ধা ডিবি রোড গানাস মার্কেটে সামনে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে বক্তারা বলেন।
সারাদেশের বিদ্যুৎ বিভাগ সীমাহীন দুর্নীতি ও অনিয়ম হয়ে আসছে। বিভিন্ন ধরণের অসম চুক্তির মাধ্যমে চড়া দামে বিদ্যুৎ ক্রয় করে দেশের অর্থ অপচয় করছে। যার দায়ভার আমাদের সাধারণ জনগণকে বহন করতে হচ্ছে। ইতিমধ্যে গাইবান্ধা জেলায় পিডিবি বর্তমানে নেসকো লিঃ ২০১৪-২০১৫-২০১৬ সালে প্রায় ৫ কোটি ২৭ লক্ষ টাকা অতিরিক্ত বিদ্যুৎ বিল শুধু গাইবান্ধা তৎকালীন কিছু টাকা সমন্বয়ে হলেও এখনো সমস্ত টাকা গ্রাহকের হিসাব নাম্বারে সমন্বয় করা হয়নি। সারাদেশে বিদ্যুৎ এর দুর্নীতি অনিয়মের জন্য সারাদেশের মানুষ বিক্ষুব্ধ, পাহাড়সম অনিয়ম চুরি যখন আমরা দেখেছি হাজার হাজার কোটি টাকা লুটতরাজ হচ্ছে , তখন আমরা দেখতে পাচ্ছি গাইবান্ধা নেসকো, আমাদের উপর প্রিপেইড মিটারের সংযোগের চেষ্টা চালাচ্ছে।
বর্তমানের আমরা যে ভাবে বিল দিচ্ছি তা থেকে আমাদের প্রায় ৩০% বিল অতিরিক্ত দিতে হবে এবং প্রতি মাসে ৪০টাকার মতো মিটার ভাড়া দিতে হবে। প্রতি কিলোতে ৪২ টাকা হিসাবে ডিমান্ড চার্জ দিতে হবে ।
তাতে আমাদের ১২৬ টাকা প্রতি মাসে অতিরিক্ত ডিমান্ড চার্জ দিতে হবে। এভাবে চলতে দেওয়া যায়না । উক্ত মানববন্ধন থেকে বক্তারা
আগামী ২৪ শে ডিসেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সকাল ১১.০০ মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করবেন বলে ঘোষণা দেন।