×
সদ্য প্রাপ্ত:
নওগাঁর বদলগাছীতে বিভিন্ন পেশার শ্রমিকদের নিয়ে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত সিন্ডিকেট করে সার বিক্রির অভিযোগে সাতক্ষীরা খামারবাড়ি দুদকের অভিযান নীলফামারীতে চিকিৎসাধীন অবস্থায় বন্দির মৃত্যু নীলফামারীতে জামায়াত অফিস ভাংচুর মামলায় যুবলীগ নেতা গ্রেফতার হবিগঞ্জে পইল মাছের মেলা, এক মাছের দাম দেড় লক্ষ টাকা ইয়াংছাতে আলীকদম সেনাজোনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প তীব্র প্রতিবাদ ও নিন্দা এবং অবিলম্বে হামলায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি দেবহাটার সুশীলগাঁতী ও টাউনশ্রীপুর গ্রামকে স্বাস্থ্যকর ঘোষণা কিশোরগঞ্জ সিভিল সার্জন অফিসে নিয়োগ প্রক্রিয়া সম্পুর্ন স্বচ্ছ হচ্ছে বলে জানিয়েছেন বিভিন্ন স্টুডেন্ট গ্রুপ ও সিভিল সার্জন মোহনগঞ্জে সেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদককে মারধরে থানায় মামলা
  • প্রকাশিত : ২০২৫-০১-১৪
  • ১২ বার পঠিত
নাহিদ মিয়া,হবিগঞ্জ জেলা প্রতিনিধি
হবিগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী পইল গ্রামে প্রতিবছরের মতো এবারও ঐতিহাসিক মাছমেলা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছর পৌষ সংক্রান্তিতে আয়োজিত এ মেলাটি প্রায় দুই শতাধিক বছর ধরে চলে আসছে। একদিনের জন্য বসলেও মেলা চলবে বুধবার দুপুর পর্যন্ত।
মঙ্গলবার (১৪ জানুয়ারি)  সকাল থেকেই মাছ মেলায় হাজার হাজার মানুষের ঢল নামে। শুধু হবিগঞ্জ জেলা নয়, সিলেট, মৌলভীবাজর, সুনামগঞ্জ, ব্রাক্ষণবাড়িয়াসহ অন্যান্য জেলা থেকেও প্রচুর লোক আসেন মেলায়। মেলায় বোয়াল, বাগাই, বড় আকৃতির আইড়, চিতল, গজার, রুই, কাতলসহ নানা প্রজাতির আকর্ষণীয় মাছ নিয়ে আসেন বিক্রেতার। এছাড়াও পুটি, চিংড়ি, কৈ, চাপিলা, চান্দা মাছ উঠে ব্যাপক হারে। মেলার প্রধান আকর্ষণ মাছ হলেও এতে কৃষি উপকরণ, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, ভোগপণ্য, আখ, শিশুদের খেলনাও ছিল উল্লেখযোগ্য। পইলসহ আশপাশের গ্রামগুলোর মানুষ এ মেলাটিকে তাদের পূর্ব পুরুষের ঐতিহ্য বলে ধারণ করেন।
মেলায় সরেজমিনে ঘুরে দেখা যায়, ৫শতাধিকক  বিক্রেতা অংশ নিয়েছেন পইল মাছের মেলায়। বড় বড় মাছের সঙ্গে অনেকে দেশীয় নানা প্রজাতির ছোট মাছও নিয়ে এসেছেন। বেচাকেনাও চলে ব্যাপক। প্রত্যেকটি দোকানের সামনে মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। মানুষজন মাছের দাম হাকাচ্ছেন, কিনছেন, আবার কেউ কেউ সেলফি তুলতেও ব্যস্ত বলে জানা যায়। শুধু সেলফি তুলেই শেষ নয়। মাছ মেলার ছবি দিয়ে কেউ কেউ আবার ঝড় তুলছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও।
হবিগঞ্জ কিশোরগঞ্জ কুলিয়ারচর এলাকা থেকে আগত ইমরান মিয়ার মাছের দোকানে গিয়ে দেখা যায় প্রচুর ভিড়। মেলায় সব চেয়ে বড় মাছটি তোলেন তিনি। ৩০ কেজি ওজনের বাঘাই মাছটির দাম চাওয়া হয় ১লাখ ৫০  হাজার টাকা। সবার দৃষ্টি ছিল এই মাছটির প্রতি।
মাছের মেলা মাছ বিক্রেতা হবিগঞ্জ সদর উপজেলার নোয়াগাও এলাকার মাছ বিক্রেতা মুদ্দত আলী তিনি ৪০  কেজি ওজনের বাঘাই মাছ নিয়ে এসেছেন তিনিও   দাম চান দেড় লক্ষাধিক টাকা। তিনি  জানান, বিভিন্ন নদী ও হাওর থেকে মাছ আসে এখানে। এ মেলাকে লক্ষ্য করে চলে মাছ ধরারও উৎসব।  বাজারের তুলনায় মেলায় মাছের দাম বেশি হলেও সবাই আনন্দের সঙ্গে মাছ কেনেন। 

অন্য আরেক বিক্রেতা শুকর আলী  জানান তিনি বলেন, ‘আগে সিলেট অঞ্চলের তরতাজা মাছ দিয়ে মেলা বসত। আর এখন বেশিরভাগ মাছ আসে দেশের বিভিন্ন স্থান থেকে। যা বরফ দিয়ে রাখা হয়। কতগুলোতো বক্সে থাকতে থাকতে বেঁকে গেছে। দেখেই অনুমান করা যায় এই মাছগুলো দূর থেকে আনা হয়েছে। মেলায় ঘুরতে আসা মুর্শেদ আলী জানান, ‘এখানে শুধু মাছ কেনাটাই বড় কথা নয়। বাপ-দাদার মুখে বড় বড় মাছের গল্প শোনা ছাড়া দেখা হয়নি। এখানে এসে বড় বড় মাছগুলো দেখে চোখ জুড়িয়ে নিলাম। মাঝে মধ্যে তাদের গল্পগুলো অবিশ্বাস্য মনে হত। কিন্তু এখানে এসে সেই ভুলও ভেঙে গেল। পইল মাছ মেলার ঐতিহ্য সম্পর্কে পইল ইউপি চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ জানান, ‘ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বাগ্মী নেতা বিপিন চন্দ্র পালের জন্মভূমি পইল গ্রামে প্রতিবছর এ মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। এই মেলাকে ঘিরে এলাকায় উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতিবছরের মতো এ বছরও মেলা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন। এদিকে দুপিরে হবিগঞ্জের পুলিশ সুপার রেজাউল হক খান মেলাটি উপরিদর্শন করেন।  হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর কবির বলেন, মেলায় এসপি স্যার সহ আমরা উপরিদর্শন করেছি এবং   শান্তিপূর্ণভাবে মেলা  উদযাপন করার লক্ষে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat