মাসুদুর রহমান,কিশোরগঞ্জ
মঙ্গলবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ে সিভিল সার্জন ডা:সাইফুল ইসলামের সাথে বিভিন্ন স্টুডেন্ট গ্রুপের নেতাকর্মীদের মতবিনিময় শেষে সিভিল সার্জন এসব কথা বলেন।সিভিল সার্জন বলেন,এই নিয়োগে ২০১৮ সাল ও ২০২৪ সাল মিলিয়ে ৩৬২৪৬ জন এর আবেদন পড়েছিলো এবং লিখিত পরীক্ষায় অংশ নিয়েছেন ১২৬৯৬ জন।এই নিয়োগ পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে হচ্ছে বলে জানিয়েছেন বিভিন্ন স্টুডেন্ট গ্রুপ ও সিভিল সার্জন।এ সময় স্টুডেন্ট গ্রুপগুলোর মধ্যে উপস্থিত ছিলেন, প্রবর্তন, অক্সিজেন ফাউন্ডেশন, স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এর কিশোরগঞ্জ এর প্রতিনিধিরা।
তারা আরো জানিয়েছেন,কিছু মহল এই নিয়োগ নিয়ে বাণিজ্য করার চেষ্টা করছে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী ও স্টুডেন্ট গ্রুপগুলোর কারনে তারা তা পারছে না। সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে এই নিয়োগ প্রক্রিয়া বলে জানিয়েছেন স্টুডেন্ট গ্রুপগুলো।সিভিল সার্জন জানিয়েছেন,যারা চাকরিতে আসবে তারা মেধার মাধ্যমেই আসবে। অনেক দালাল বিভিন্ন প্রলোভন দেখিয়ে অনেক পরীক্ষার্থীদের কাছ থেকে ৭ লাখ টাকা থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত নিয়েছেন বলে গুঞ্জন শুনেছেন।কিন্তু এতে কোনো লাভ হবে না সেই সাথে দালালদের খুব শীঘ্রই আইনের আওতায় আনা হবে বলেও জানান সিভিল সার্জন।
মতবিনিময় শেষে সিভিল সার্জন ও স্টুডেন্ট গ্রুপগুলো পরীক্ষার্থীদের জন্য গণমাধ্যম কর্মীদের মাধ্যমে একটি উপদেশ প্রদান করে তা হলো,কোনো পরীক্ষার্থী যেন দালালের প্রলোভনে না পরে ও নিজের মেধার উপর বিশ্বাস রাখে।প্রার্থীদের তাদের যোগ্যতার মাধ্যমেই নিয়োগ হবে।
এ জাতীয় আরো খবর..