মোঃ দেলোয়ার হোসেন স্টাফ রিপোর্টার
সিন্ডিকেট করে বেশি দামে সার বিক্রির অভিযোগে সাতক্ষীরা খামারবাড়ি উপ-পরিচালকের কার্যালয়ে দুদকের অভিযান।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত সাতক্ষীরা খামারবাড়ি উপ-পরিচালকের কার্যালয়ে এ অভিযান চলে। অভিযানে দুদক খুলনা কার্যালয়ের সহকারী পরিচালক রকিবুল ইসলাম নেতৃত্ব দেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মো. জাহিদ ফজলসহ অন্যান্য সদস্যরা। দুদক কর্মকর্তারা জানান, তালা ও পাটকেলঘাটা থানায় সরেজমিন তদন্ত করে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত মূল্যে সার বিক্রির সত্যতা পাওয়া গেছে। অভিযানের সময় খামারবাড়ি উপ-পরিচালকের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ করা হয়েছে। দুদক খুলনা কার্যালয়ের সহকারী পরিচালক রকিবুল ইসলাম বলেন, ‘আমরা প্রাথমিক তদন্তে অতিরিক্ত দামে সার বিক্রির সত্যতা পেয়েছি। এ বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট তদন্ত প্রতিবেদন জমা দিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এর আগে দুপুরে সাতক্ষীরার পাটকেলঘাটার অবৈধ সার ব্যবসায়ী কেশব সাধুর গোডাউনে অভিযান করে দুদকের আভিযানিক দলটি।
এ জাতীয় আরো খবর..