ইব্রাহীম হোসেন দেবহাটা প্রতিনিধি:
দেবহাটা উপজেলার সুশীলগাঁতী ও টাউনশ্রীপুর গ্রামে স্বাস্থ্যকর গ্রাম ঘোষণা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারী) সকাল ১১টায় সুশীলগাঁতী নবজাগরণ সংঘ ও টাউনশ্রীপুর সবুজ সংঘের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রোজেক্টের সহযোগিতায় উপজেলার সুশীলগাঁতী গ্রামে অনুষ্ঠিত স্বাস্থ্যকর গ্রাম ঘোষণা বিষয়ক সভায় উপজেলা সিএসও ফোরামের সেক্রেটারি সাংবাদিক লিটন ঘোষ বাপির সঞ্চালনায় ও দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুলের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাস্থ্যকর গ্রাম বাস্তবায়নের সামগ্রিক অগ্রগতি বিশ্লেষণ, স্বাস্থ্যকর গ্রাম ঘোষণা ও পরবর্তী দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো.আসাদুজ্জামান। উক্ত সভায় উপস্থিত থেকে সভার উদ্দেশ্যে ও স্বাস্থ্যকর গ্রাম বাস্তবায়নে নির্দেশক পর্যালোচনা করেন রাইট টু গ্রো প্রোজেক্টের ট্রেনিং এ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার সুশান্ত কুমার রায়। সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, ইউপি সদস্য রফিকুল ইসলাম মন্টু, ইউপি সদস্য রেহানা পারভীন, প্রাক্তন শিক্ষক আফছার আলী, উপজেলা সিএসও ফোরামের সভাপতি মো. সালাউদ্দিন, সিএসও আনারুল ইসলাম ও ফিরোজ শাহ আলম। উক্ত সভায় উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা খালিদ হাসান খান, রাইট টু গ্রো প্রোজেক্টের মনিটরিং অফিসার বিলকিস আরা চৌধুরী, সিএসও উত্তম কুমার রায়, বিলকিস নাদিরা, চন্দনা রানী দে, প্রজেক্টের ইউনিয়ন ফ্যাসিলিটেটর সাইফুল ইসলাম সহ স্থানীয় উদ্যোক্তারা, গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী। আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান স্বাস্থ্যকর গ্রাম বাস্তবায়নের নির্দেশক সমুহের সামগ্রিক অগ্রগতি বিশ্লেষণ করে সুশীলগাতী ও টাউন শ্রীপুর গ্রামকে স্বাস্থ্যকর গ্রাম হিসেবে ঘোষণা করেন এবং ফলক উন্মোচন করেন।
এ জাতীয় আরো খবর..