মোঃ নাজমুল হুদা, লামাঃ
বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা জিনামেজু অনাথ আশ্রম এলাকায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে চিকিৎসা সহায়তার লক্ষ্যে মেডিক্যাল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। সোমবার (১৩ জানুয়ারি) বর্ণিত এলাকাতে মেডিক্যাল ক্যাম্পেইনে দুঃস্থ, অসহায় ও গরীবদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা সহ ঔষুধ বিতরণ করা হয়। আলীকদম সেনাবাহিনীর তত্ত্বাবধানে ইয়াংছা আর্মি ক্যাম্পের আওতাধীন ক্যাম্পেইনে ৯২ জন পুরুষ, ১০২ জন মহিলা এবং ২৩ জন শিশুসহ সর্বমোট ২১৭ জন ব্যক্তিকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এ সময় আলীকদম সেনাবাহিনীর মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো. আশরাফুল ইসলাম বর্তমান সময়ে ডেঙ্গু, ম্যালেরিয়া প্রতিরোধ সম্পর্কে বিস্তারিত ধারণা সহ সচেতন থাকার জন্য সর্তক করেন। এছাড়াও পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রেখে মাদকদ্রব্য পরিহার এবং বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম থেকে নিজেদের বিরত রেখে বসবাস করার আহবান জানান তিনি। এ সময় তিনি আরোও বলেন, ভবিষ্যতে আলীকদম জোন কর্তৃক এ ধরণের মেডিক্যাল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি জনগণকে আশ্বস্ত করেন যে, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। সেই সাথে এলাকায় শান্তি, শৃংখলা ও নিরাপত্তা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো. আশরাফুল ইসলাম।
এ জাতীয় আরো খবর..