মোঃ মুনির, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানা ওয়ারেন্ট ভুক্ত পলাতক ৬ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৮ ডিসেম্বর) রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন এ অভিযান চালিয়ে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- নাসির মিয়া, জামাল মিয়া, হারিজুল ইসলাম, সাদেক মিয়া, লিটন মিয়া ও জহির মিয়া।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাতে পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সরাইল থানার এসআই মো. আবু তাহের ননজিআর-২ জন, এএসআই রুবেল আখন ননজিআর-২ জন, এএসআই লুৎফর রহমান একজন ননজিআর ও এএসআই আব্দুল মোতালেব সি.আর- একজন আসামিসহ সর্বমোট ৬ জন ওয়ারেন্টভূক্ত পলাতক আসামিদেরকে গ্রেপ্তার করে।
সোমবার সকালে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. রফিকুল হাসান এ বিষয়টি নিশ্চিত করে জানান, গত রাতে পুলিশের অভিযানে ওয়ারেন্ট ভুক্ত ৬ আসামিকে গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হবে।
এ জাতীয় আরো খবর..