×
সদ্য প্রাপ্ত:
কেরানীগঞ্জের একটি বাড়িতে আচমকা বিস্ফোরণে একজন দগ্ধ কেরানীগঞ্জের একটি বাড়িতে আচমকা বিস্ফোরণে একজন দগ্ধ কেরানীগঞ্জের একটি বাড়িতে আচমকা বিস্ফোরণে একজন দগ্ধ বাড়িতে আচমকা বিস্ফোরণে একজন দগ্ধ বর্ণীল আয়োজনে উদ্বোধন হল জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব কার্যালয় পুঁইশাক চাষে সফল সুফিয়া, আগ্রহী হচ্ছে অন্য কৃষকরাও দিনাজপুরে পুলিশের ফায়ারিং রিহার্সাল গুলিতে বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলেক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল পঞ্চম তম খতমে বুখারী উপলক্ষ্যে জামিয়া হোসাইনিয়া তজুমদ্দিন মাদ্রাসায় অনুষ্ঠিত হয় প্রশংসায় ভাসছেন নালিতাবাড়ী থানার ওসি মোঃ সোহেল রানা
  • প্রকাশিত : ২০২৫-০১-১৪
  • ১৫ বার পঠিত
রাশিমুল হক রিমন, আমতলী (বরগুনা) সংবাদদাতা
আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিরোধীয় জমিতে মামলার বিবাদী আরিফুল ইসলাম রিপন আকন  ইমারত ও গরুর খামার নির্মাণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মামলার বাদী আশরাফ উদ্দিন তালুকদার এমন অভিযোগ করেছেন। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার খেকুয়ানী গ্রামে সোমবার রাতে।
জানাগেছে, আমতলী উপজেলার খেকুয়ানী গ্রামের এসএ ৮২৬ নং খতিয়ানের এক একর ২১ শতাংশ জমির মালিক অলি মোহাম্মদ ওয়াকফ এস্টেটের আওলাদগণ। ওয়াকফ এস্টেটের আওলাদগণ (অংশীদারগণ) ওই জমি গত ১’শ ৫০ বছর ধরে ভোগদখল করে আসছেন। গত বছর ৩১ অক্টোবর ওই জমিতে আরিফুল ইসলাম রিপন আকন, মোঃ জসিম আকন, ছালাম হাওলাদার ও মোঃ সোহরাফ হাওলাদার জোরপুর্বক দখল করে ইমারত নির্মাণ কাজ শুরু করেন। এ ঘটনায় আশরাফ তালুকদার বাদী হয়ে গত বছর ৫ নভেম্বর বরগুনা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন। আদালতের বিচারক ওই মামলাটি আমলে নিয়ে বিবাদীগণকে কাজে নিষেধাজ্ঞা দেন। কিন্তু বিবাদী আরিফুল ইসলাম রিপন ও তার সহযোগীরা আদালতের আদেশ অমান্য করে ওই জমিতে সোমবার রাতে ইমারত ও গরুর খামার নির্মাণ করেছেন। মামলার বাদী আশরাফ তালুকদারের অভিযোগ আদালতের আদেশ অমান্য করে ইমারত ও গরুর খামার  নির্মাণে বাঁধা দিলে তারা তাকে প্রাণ নাশের হুমকি দিয়েছে। 
নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী কয়েকজন নারী বলেন, আরিফুল ইসলাম রিপন আকন ও তার লোকজন রাতের আধারে ইমারত ও গরুর খামার নির্মাণ করেছেন।
প্রতিবেশী সুলতান বিশ্বাস ও নুর মোহাম্মদ মোল্লা বলেন, এ জমিতে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। ওই জমিতে আরিফুল ইসলাম আকন ও তার লোকজন রাতের আধারে ইমারত নির্মাণ করেছেন।  তারা আরো বলেন, শত বছর ধরে এ জমি অলি মোহাম্মদ তালুকদারের ওয়াকফ এস্টেট জমির মালিক। তার আওলাদগণ এ জমি ভোগদখল করে আসছেন। 
আরিফুল ইসলাম রিপন মুঠোফোনে বলেন, আদালতের নিষেধাজ্ঞার কোন নথি পাইনি।এ জমিতে অনেক আগেই ইমারত নির্মাণ করেছি।  
আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, ওই জমিতে আদালতের নিষেধাজ্ঞা দেয়া আছে। ওই জমিতে একাধিকবার পুলিশ পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, আদালতের আদেশ মতে প্রতিবেদন পাঠানো হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat