মামুন ময়মনসিংহ প্রতিনিধ
অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা,ময়মনসিংহের ডিবি ওসি শহিদুলের নির্দেশে এসআই(নিঃ) মোঃ আলমগীর কবীর সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ভালুকা মডেল থানাধীন জামিরদিয়া সাকিনস্থ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পার্শ্বে এল এস্কয়ার গার্মেন্টস সংলগ্ন জনৈক মিজানুর রহমান এর খাবার হোটেলের সামনে ফাঁকা জাযগার উপর হইতে ১৩ জানুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখ ১৯.২০ ঘটিকায় ০৮ গ্রাম হেরোইন মাদক ব্যবসায়ী ১। মোঃ রুহুল আমিন (২৮), পিতা-মোঃ রতন মিয়া, মাতা-মোসাঃ কল্পনা আক্তার, সাং-সিংদা, থানা-বারহাট্টা, জেলা-নেত্রকোণা এ/পি জামিরদিয়া স্কয়ার মাষ্টারবাড়ি জনৈক সুফিয়ার বাড়ির ভাড়াটিয়া, থানা-ভালুকা, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।
অভিযান#-২
অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা,ময়মনসিংহের ডিবি ওসি শহীদুলের নির্দেশে এসআই(নিঃ) মোঃ রফিকুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন কাঠালী সাকিনস্থ ঢাকা-ময়মনসিংহ রোড এর পাশে রাসেল স্পিনিং মিলস লিঃ এর সামনে ফাঁকা জায়গার উপর হইতে ১৩ জানুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখ ২১.১৫ ঘটিকায় ০৪ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ উজ্জল মৃধা (৩৮), পিতা মৃতঃ আবু সাঈদ, মাতা-মোছাঃ সাজেদা বেগম, ২। মোঃ শাকিব (২৪), পিতা-মোঃ ডালিম শেখ, মাতা-মোছাঃ শিরিনা বেগম, ৩। মোঃ নজরুল ইসলাম (২৫), পিতা-মোঃ আক্কাছ আলী, সর্ব সাং-ধামশুর, ৪। মোঃ জনি মিয়া (৩২), পিতা মৃতঃ আঃ আজিজ, মাতা-মোছাঃ মমতাজ বেগম, সাং-ভান্ডাবর (১নং ওয়ার্ড, ভালুকা পৌরসভা), সর্ব থানা-ভালুকা, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।
উদ্ধারকৃত ১২ গ্রাম হেরোইন উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০৫ জন আসামীর বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..