×
সদ্য প্রাপ্ত:
কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু রাজবাড়ী হোমিওপ্যাথিক কলেজের প্রাচীর ভেঙে দখলে নিয়েছে দুর্বৃত্তরা ফ্লিকের বার্সেলোনায় মুগ্ধ মেসি দেশের সব সংকট সমাধানে দ্রুত নির্বাচন প্রয়োজন: তারেক রহমান ডেঙ্গুতে প্রাণ গেল আরও ১০ জনের আওয়ামী লীগ মাদরাসা শিক্ষা ব্যবস্থাকে বঙ্গোপসাগরে ছুড়ে ফেলেছে -অধ্যক্ষ মাওলানা শাহজাহান আল মাদানী বান্দরবানে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত ছাত্রশিবিরের শতভাগ সদস্য মাদকমুক্ত: কেন্দ্রীয় সেক্রেটারি জাহিদুল ইসলাম আমাদের জ্ঞানের মাধ্যম হচ্ছে বই ময়মনসিংহ বিভাগীয় বইমেলা'র সমাপনীতে বিভাগীয় কমিশনার খুলনায় চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
  • প্রকাশিত : ২০২৪-১১-২৩
  • ২ বার পঠিত
জাহিদ খান, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী সরকারি কলেজ টি জেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। যেখানে হাজারো শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য নিরলসভাবে অধ্যয়ন করে আসছে। কিন্তু দুঃখজনকভাবে, এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশপথটি দীর্ঘ দিন থেকে চলাচল অযোগ্য বেহাল অবস্থায় রয়েছে।

কলেজের মূল প্রবেশ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভেঙে গেছে। বর্ষাকালে সড়কটি জলমগ্ন হয়ে পড়ে, যা কাদামাটিতে পরিণত হয় এবং শিক্ষার্থী ও শিক্ষকসহ সাধারণ পথচারীদের চলাচল অত্যন্ত কষ্টসাধ্য করে তোলে। শুকনো মৌসুমে ধুলাবালির কারণে সড়কটি ব্যবহার করা দুঃসহ হয়ে দাঁড়ায়। এছাড়া, সড়কের খানাখন্দের কারণে রিকশা, সাইকেল ও মোটরসাইকেল চালানো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।প্রায়শই রিক্সা, অটো রিক্সা উলটে গিয়ে হতাহতের ঘটনাও ঘটে।

এ সমস্যা শিক্ষার্থীদের স্বাভাবিক একাডেমিক কার্যক্রমে ব্যাঘাত ঘটাচ্ছে। অনেক অভিভাবক তাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। শিক্ষার্থীরা সময়মতো ক্লাসে পৌঁছাতে পারে না কিংবা এই ঝক্কি পেরিয়ে পৌছালেও শিক্ষা গ্রহণের জন্য মানসিক স্থিতিশীলতা আনতেও সময় লাগে বলে শিক্ষার্থী রা জানায়। ফলে তাদের পড়াশোনার মানে নেতিবাচক প্রভাব পড়ছে।

স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সাধারণ জনগণ এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে বারবার আবেদন করা হলেও এ বিষয়ে এখনো কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। স্থানীয় জনপ্রতিনিধিদেরও এই সমস্যার প্রতি তেমন মনোযোগ দেখা যাচ্ছে না।

এ অবস্থায় অবিলম্বে সড়কটি সংস্কার করা জরুরি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত পদক্ষেপ নিয়ে সড়কটি মেরামত করা, যাতে শিক্ষার্থীরা নির্বিঘ্নে কলেজে আসা-যাওয়া করতে পারে। একটি উন্নত ও নিরাপদ সড়ক শুধু শিক্ষার্থীদের জন্য নয়, পুরো নাগেশ্বরী এলাকার উন্নয়নের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat