মোঃ মুনির, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে টিকটক করতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের অ্যাপ্রোচের সঙ্গে ধাক্বা লেগে রাফি নামে (১৮) এক কলেজছাত্র নিহত হয়েছে।
মঙ্গলবার বিকালে নবীনগর-রাধিকা সড়কের নারুই (ব্রাহ্মণহাতা) গ্রামের পূর্ব পাশে বিলের ব্রিজের অ্যাপ্রোচে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাফি নবীনগর পৌরসভার আলমনগর গ্রামের দক্ষিণ পাড়া সামসু মিয়ার ছেলে। সে নবীনগর সরকারি কলেজের ছাত্র।
স্থানীয়রা জানায়, নবীনগর-রাধিকা সড়কে বন্ধুদের নিয়ে টিকটক করতে যান রাফি। বন্ধুদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের অ্যাপ্রোচে ধাক্কা লেগে গুরুতর আহত হন রাফি। পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে কুমিল্লা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক জানান, দুর্ঘটনার পর ওই কলেজছাত্রকে মুমূর্ষ অবস্থায় কুমিল্লা মেডিকেলে নেয়ার পথে সে মারা যায়। এ ঘটনার তদন্ত চলছে
এ জাতীয় আরো খবর..