মাসুদুর রহমান,কিশোরগঞ্জ:
১৮ই ডিসেম্বর রোজ বুধবার শহরের কালীবাড়ি মোড়ে ৭ দফা দাবিতে ছাত্রজনতা অবস্হান কর্মসূচি পালন করে।অবস্হান কর্মসূচীতে তারা মুলত সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতাল,শহরে সিসি ক্যামেরা স্হাপন,নতুন ট্রেন সংযোজন,যানযট নিরসন,বাস সার্ভিসের মান উন্নয়ন,ভুয়া মামলা প্রত্যাহার ও আওয়ামী ফ্যাসিস্টদের গ্রেফতার এবং হাইওয়ে সহ মেডিকেল কলেজ রাস্তার উন্নয়নের ব্যানার নিয়ে ১২ টার দিকে ব্যাস্ততম রাস্তা বন্ধ করে অবস্হান নেয়।এসময় ষ্টেশন রোড,আখড়াবাজার মোড়,কাঁচারী বাজার রোডে তীব্র যানযট সৃষ্টি হয়। যানযটের প্রবাব সারা শহরে ছড়িয়ে পড়ে সাধারন নাগরিকদের ভোগান্তির সৃস্টি হয়।তবে দাবী আদায়ের জন্য শহরের রাস্তা বন্ধ করার জন্য সাধারন নাগরিকরা বেশ বিরক্ত হন।তারা বলেন এসব নাগরিক দাবী তুলে ধরার জন্য তারা ডিসি অফিসের সামনে মানবন্ধন করে স্নারকলিপি দিতে পারতেন।অবস্হান কর্মসূচী পালনের সময় তাদেরকে মাইকে নানা স্লোগান দিতে দেখা যায়।মুলত বৈষম্য বিরোধী আন্দোলনের কয়েকজন নেতৃবৃন্দই কর্মসূচী পালন করেন । রাস্তা বন্ধ করার ফলে প্রবীন কয়েকজন বলেন ছাত্রদের রাজনৈতিক অপরিপক্কতার কারনে মানববন্ধননের কর্মসূচীকে তারা রাস্তা বন্ধ করার কর্মসূচীতে পরিনত করে নাগরিকদের ভোগান্তি সৃস্টি করেছেন।তবে এখানে প্রশাসনের কাউকে আন্দোরনকারীদের সাথে কথা বলতে দেখা যায়নি।পরে তারা ১টার দিকে কালিবাড়ী মোড় ত্যাগ করে সামনের দিকে অগ্রসর হতে দেখা যায়।
এ জাতীয় আরো খবর..