মজিদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
“মাঠ বাঁচাও, ক্রিকেটার বাঁচাও” এই স্লোগানে ঠাকুরগাঁও জেলা স্টেডিয়ামে আয়োজিত কনসার্ট স্থানান্তরের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে ক্রিকেটার ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
গতকাল ১৮ ডিসেম্বর ঠাকুরগাঁও চৌরাস্তায় ঘন্টা ব্যাপী সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেটার বোর্ডের এনালিষ্ট রাশেদ ইকবাল।
তিনি বলেন, স্টেডিয়ামে কনসার্ট করা হলে আমাদের মাঠের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে, মাঠটি নষ্ট হওয়ার আশঙ্কাও রয়েছে। যেখানে একটি মাঠ উপযুক্ত করতে প্রায় ৭ মাস সময় লাগে এবং খরচও প্রায় ৭ থেকে ১০ লক্ষ টাকা। এসব ক্ষয়ক্ষতি এড়াতে এই কনসার্ট স্থানান্তরের দাবিতে প্রতিবাদ সমাবেশ করছি।
সমাবেশ শেষে ক্রিকেটার ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে কনসার্ট স্থানান্তরের বিষয়ে জেলা স্টেডিয়ামে আয়োজিত কনসার্টটি স্থানান্তর করে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে অনুষ্ঠিত করার আশা ব্যক্ত করেন জেলা প্রশাসক।
এ জাতীয় আরো খবর..