জনি হোসেন,স্টাফ রিপোর্টার: (নীলফামারী)
ব্লু ল্যান্ড স্কুলে ১৮ ডিসেম্বর সকাল ১০টা থেকে পুরো ক্যাম্পাসজুড়ে আনন্দঘন পরিবেশে দলবেধে ফোন সেলফি তুলে প্রিয় বিদ্যালয় প্রাঙ্গনে পুরোনো স্মৃতিকে ধারণ করলেন নতুন করে বিদ্যালয়ের তরুন মেধাবী ছাত্র ছাত্রীরা। এমন অনুষ্ঠান ঘিরে বিদ্যালয়কে সাজানো হয়েছিল নানা রং বে রঙের সাজে। রঙের সাজসজ্জায় শিক্ষার্থীরা নতুন করে পেল আনন্দের উপহার। বিদ্যালয় মাঝে ছাত্র ছাত্রী ও শিক্ষকমন্ডলী বিদ্যালয়ের ক্যাম্পাসে একসাথে হেঁসে নেচে খেলে আনন্দ উৎসবে মুখরীত হয়ে উঠল। ব্লু ল্যান্ড স্কুলের প্রধান শিক্ষক মো: হাসান ইমান অত্র স্কুলের সহকারী শিক্ষক মো: শাহাজান সরকার ও গণেশ চন্দ্র রায় স্যার সহ বলেন অনেকে। অত্র বিদ্যালয়ে প্রতিবছরে ছাত্র ছাত্রী ও অভিভাবকদের নিয়ে ক্লাস পার্টির আয়োজন করা হয়। প্রতি বছরের ন্যায় এবারো ষষ্ঠ বারের মতো আমরা অনুষ্ঠান শেষ করতে পেরেছি ।
এ জাতীয় আরো খবর..