মোঃ শফিকুল ইসলাম, (গাজীপুর)প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে ৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপদ উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ০৩ ডিসেম্বর সকাল ১১ টায় শ্রীপুর প্রেসক্লাব (১৯৯৩) সামনে প্রতিবন্ধী দিবস উদযাপদ উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শ্রীপুর উপজেলা প্রতিবন্ধি কল্যাণ সংস্থার সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মো: সিরাজ উদ্দিন কাইয়া, গাজীপুর জেলা বিএনপির সহ সভাপতি হুমায়ুন কবির সরকার, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি মো: সাইফুল হক মোল্লা, পৌর বিএনপির সহ সভাপতি বিল্লাল হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খোকন প্রধান, পৌরসভার ১নং ওয়ার্ডের সভাপতি আলমগীর হোসেন, ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম খোকন, শ্রীপুর প্রেসক্লাব (১৯৯৩) সাধারন সম্পাদক টিপু সুলতান, পৌর বিএনপির সহ সাধারন সম্পাদক শাহীন প্রধান, পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক শামীম আহমেদ, পৌর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জহির খাঁন,পৌর কৃষক দলের যুগ্ন আহ্বায়ক শাহ আলম। তাছাড়াও শ্রীপুর উপজেলা প্রতিবন্ধি কল্যাণ সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় প্রতিবন্ধিরা বলেন, আমরা সমাজের সুবিধা বঞ্চিত মানুষ, সমাজের সর্বক্ষেত্রে আমরা অবহেলিত। ট্রেন ও বাস সহ বিভিন্ন যানবাহনে আমাদের জন্য আসন নির্ধারিত থাকলেও আমরা সেখানে বসতে পারিনা। সরকার থেকে যে সহযোগিতা আমরা পাই সেটা দিয়ে আমরা চলতে পারিনা।
উল্লেখ্য, বিশ্বজুড়ে প্রতিবন্ধিতা বিষয়ে সচেতনতার প্রসার এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মর্যাদা সমুন্নতকরণ, অধিকার সুরক্ষা এবং উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে প্রতিবছর ৩ ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন করা হয়। ১৯৯২ সাল থেকে জাতিসংঘের তত্ত্বাবধানে এই দিবস পালিত হয়ে আসছে। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং জাতিসংঘ কর্তৃক এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে 'অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ।’ বাংলাদেশসহ সারাবিশ্বের প্রতিবন্ধী মানুষের জন্য এ দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও আনন্দের।
এ জাতীয় আরো খবর..