×
সদ্য প্রাপ্ত:
ভাণ্ডারিয়ায় যুব মহিলা লীগ সভাপতি গ্রেপ্তার কিশোরগঞ্জে রাস্তা সংস্কারের দাবিতে প্রায় ১ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন আউটার স্টেডিয়ামে নয়, বিজয় মেলা হবে শিশু পার্কের উচ্ছেদকৃত স্থানে দিনাজপুরের বীরগঞ্জের ইউএনওকে প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ চুরি করতে গিয়ে আওয়ামী লীগ নেতা আটক ঝিনাইগাতীতে বিধবা নারীকে মৃত দেখিয়ে ভাতা বাতিল করল সমাজসেবা অধিদপ্তর কুমিল্লা অশোকতলায় বাড়ি থেকে ডেকে এনে ছুরিকাঘাতে যুবককে হত্যা সোমেশ্বরী নদী থেকে নির্বিচারে বালু লুটপাট বন্ধ করলো বিজিবি ডিমলায় ট্রাক্টরের চাপায় শিশুর মৃত্যু আটপাড়া ডিসেম্বর মাসের বিভিন্ন দিবস উপলক্ষে আলোচনা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
  • প্রকাশিত : ২০২৪-১২-০২
  • ৯ বার পঠিত
মোঃ ইসমাইল হোসেন ( খুলনা ) 
পুলিশের তৎপরতার কারণে অভিনব পন্থা অবলম্বন করছে স্বর্ণ পাচারকারীরা। পেটে বা পায়ু পথে নয় এবার কোমরের বেল্টের সোনার বকলেসসহ পুলিশের হাতে গ্রেপ্তার হল দু’পাচারকারী। সোমবার সকালে নগরীর লবণচরা থানাধীন সাচিবুনিয়া মোড় থেকে আনুমানিক ৫০ ভরি সোনাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া দু’পাচারকারী হল, রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার মহব্বত পাড়া এলাকার বাবলু ধর (৩৮) ও চট্রগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার আজাদী বাজার বাণিকপাড়া এলাকার রতন মানিকের ছেলে নয়ন মানিক (২৬)।

দু’পাচারকারীর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন লবণচরা থানার অফিসার ইনচার্জ মো: তৌহিদুজ্জামান। তিনি দৈনিক অভয়নগর কে  বলেন, সকাল ৮ টার দিকে ইমাদ পরিবহনের একটি গাড়ি সাতক্ষীরার উদ্দেশ্যে যাচ্ছিল। এর আগে আামাদের কাছে তথ্য ছিল ওই পরিবহনে দু’জন যাত্রী স্বর্ণ পাচারের জন্য সাতক্ষীরা যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে আমরা সাচিবুনিয়া বিশ্বরোড মোড়ে চেকপোষ্ট বসাই। যথা সময়ে ইমাদ পরিবহণের ওই গাড়িটি সাচিবুনিয়ায় পৌঁছালে দাড়ানোর সিগনাল দিলে গাড়িটি দাড়িয়ে যায়। আমরা যাত্রীদের তল্লাশি করতে থাকি। এক সময় দু’জন যাত্রীর আচরণ সন্দেহ হলে গাড়ি থেকে নামিয়ে তাদের জিজ্ঞাসা করি। স্বর্ণের বারের ব্যাপারে তারা অস্বীকার করে। একপর্যায়ে এক্সরে করার কথা বললে স্বীকার করে তাদের কাছে স্বর্ণ আছে।

তিনি বলেন, এবার তারা পেটে নয়। পাচারের জন্য তারা নতুন নতুন কৌশল অবলম্বন করেছে। নিজেরা সোনা গলিয়ে কোমরের বেল্টের বকলেস তৈরি করে। যেন কেউ বুঝতে না পারে। আবার ওই বকলেসের ওপর তারা রুপার রংয়ের আবরণ করে দেয়।

তিনি বলেন, তাদের দু’জনের কাছ থেকে দু’টি সোনার বকলেস ও একজনের কাছ থেকে একটি ব্রেসলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat