×
সদ্য প্রাপ্ত:
ভাণ্ডারিয়ায় যুব মহিলা লীগ সভাপতি গ্রেপ্তার কিশোরগঞ্জে রাস্তা সংস্কারের দাবিতে প্রায় ১ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন আউটার স্টেডিয়ামে নয়, বিজয় মেলা হবে শিশু পার্কের উচ্ছেদকৃত স্থানে দিনাজপুরের বীরগঞ্জের ইউএনওকে প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ চুরি করতে গিয়ে আওয়ামী লীগ নেতা আটক ঝিনাইগাতীতে বিধবা নারীকে মৃত দেখিয়ে ভাতা বাতিল করল সমাজসেবা অধিদপ্তর কুমিল্লা অশোকতলায় বাড়ি থেকে ডেকে এনে ছুরিকাঘাতে যুবককে হত্যা সোমেশ্বরী নদী থেকে নির্বিচারে বালু লুটপাট বন্ধ করলো বিজিবি ডিমলায় ট্রাক্টরের চাপায় শিশুর মৃত্যু আটপাড়া ডিসেম্বর মাসের বিভিন্ন দিবস উপলক্ষে আলোচনা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
  • প্রকাশিত : ২০২৪-১২-০৪
  • ৭ বার পঠিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বরগুনার শহিদ ৩টি পরিবারকে বরগুনা জেলা জামায়াতে ইসলামী অর্থ সহায়তা প্রদান করেছে।

মঙ্গলবার বিকেলে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বরগুনার ৩টি শহিদ পরিবার, সদর উপজেলার জাকিরতবক নামক এলাকার মো. বাবুল মিয়া, উরবুনিয়া নামক এলাকার মো. সিরাজুল ইসলাম এবং পাথরঘাটা উপজেলার গহরপুর এলাকার মো. আবুল বাশারের পরিবারকে ২ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা প্রদান করেছেন জামায়াতে ইসলামী জেলা শাখার আমির অধ্যাপক মাও. মো. মহিব্বুল্লাহ হারুন।

বরগুনা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার বিকেল  সাড়ে ৩টার শুরু হওয়া অনুষ্ঠানে আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার সেক্রেটারি আসাদুজ্জামান মামুন, জেলা নায়েবে আমির মাওলানা মো. আফজালুর রহমান, পৌর আমির মাওলানা আ. জলিল, সদর উপজেলা আমির মাওলানা মো. নুরুল আমিন, তালতলী উপজেলা আমির মাওলানা মো. শাহ্ জালাল ও জেলা ছাত্র শিবিরের সভাপতি আবদুল্লাহ্ মো. সুমন প্রমুখ।

আয়োজিত সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন, সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থীসহ অনেক সাধারণ জনতাও শহিদ হয়েছেন।

এরমধ্যে বরগুনার ১০ জন শহিদ হয়েছেন। এসব পরিবারের সদস্যদের জীবনমান উন্নয়নে পর্যায়ক্রমে সব পরিবারকেই জামায়াত ইসলামের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান কর হবে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ঢাকায় বরগুনার মোট ১০ জন শহিদ হন। এ ছাড়াও আহত হয়েছেন ৮৩ জন। যাদের মধ্যে গুরুতর আহত হয়েছিলেন ৬ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat