ফুলপুর, ময়মনসিংহ:
আসন্ন পবিত্র ঈদ-উল- আযহা উপলক্ষে ময়মনসিংহের ফুলপুরে ঈদ কেনাকাটায় ব্যস্ত মানুষজন। কোরবানির ঈদকে সামনে রেখে সকল পণ্যের দোকানেই লেগেছে কেনাকাটার ভীড়। ব্যবসায়ীরা নিত্যনতুন পণ্যে সাজিয়েছেন দোকানগুলো। অনেক দোকানিই ঈদের আমেজে করেছেন রঙ্গিন বাতির আলোকসজ্জা। তবে কাপড়ের দোকানগুলোতে ক্রেতা সমাগম অনেক বেশী। ঈদ উপলক্ষে জুতা, পাঞ্জাবি, জুয়েলারি, ক্রোকারীজ ও মুদি দোকানসহ ফুটপাতের দোকানগুলোতেও মানুষজনের ভীড় চোখে পড়ার মতো। ফুলপুর বাসস্টেশন ও আমুয়াকান্দা বাজারের বিভিন্ন মার্কেট ঘুরে দেখা যায়, ঈদ কেনাকাটায় মার্কেটগুলোতে মহিলাদের উপস্থিতি অনেক বেশী। ঈদ শপিং করতে আসা একজন মহিলা জানান, পরিবারের কর্তা কাজে ব্যস্ত থাকায় তিনি নিজেই এসেছেন ঈদের কেনাকাটা করতে। ফুলপুর বাসষ্টেশন এলাকার নিউ আশিক বস্ত্রালয়ের মালিক আনিসুর রহমান জানান, রমজানের ঈদের চেয়ে কুরবানির ঈদে বেচাকেনা অনেকটাই কম। ঈদে মার্কেটগুলোর নিরাপত্তার বিষয়ে ফুলপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, ঈদ উপলক্ষে শহরের মার্কেটগুলোতে চুরি, ছিনতাইসহ যেকোনো অপ্রীতিকর ঘটনা রুখতে থানা পুলিশ তৎপর রয়েছে। এছাড়া রাস্তায় যানজট ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..