মধ্যনগর (সুনামগঞ্জ)প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগরে ঐতিহাসিক ৭ মার্চ পালন উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৪মার্চ) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা।উপজেলা প্রশাসনের উদ্যোগে সভায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে জাতির পিতার ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ,দিনব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রচার,চিত্রাঙ্কন প্রতিযোগিতা,আলোকসজ্জা ও আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইউনুছ মিয়া,মধ্যনগর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ(তদন্ত) মোরশেদ আলম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিতোষ সরকার,সহ সভাপতি প্রভাকর তালুকদার পান্না,মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জিব রঞ্জন তালুকদার,বংশীকুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেল আহম্মেদ,মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার, বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুরঞ্জন সরকার,মধ্যনগর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক লিঠন তালুকদার,মধ্যনগর উপজেলা ট্রাইব্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান অজিত হাজং,তারিনী হাজিম,লায়েছ ভুঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক মো.মামুন মিয়া,বংশীকুন্ডা কলেজের প্রভাষক দেলোয়ার হোসেন,মধ্যনগর পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তিতাস মাহমুদ প্রমুখ।
এ জাতীয় আরো খবর..