×
সদ্য প্রাপ্ত:
চকরিয়ায় যুবদলের দ্বি বার্ষিকী কাউন্সিল সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত রাঙ্গাবালীতে প্রাথমিকের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবি চকরিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের ১ আরোহী নিহত" মহিপুরে চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার দীর্ঘ ১৬ বছর পর দেশে আসলেন ব্রাহ্মণবাড়িয়া বিএনপি নেতা ইব্রাহিম ফরিদপুর বিসিসি ও পলিটেকনিক ইনস্টিটিউটের সাথে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত বরিশাল রেঞ্জ ডিআইজির বরগুনা পুলিশের বিশেষ কল্যাণ সভায় যোগদান ভান্ডারিয়াকে বাল্য বিবাহ মুক্ত উপজেলা ঘোষনা রাণীশংকৈলে পুষ্টি বিষয়ক সচেতনামূলক ক্যাম্পেইনিং পুষ্টি মেলার সমাপনী ও পুরস্কার বিতরন গাইবান্ধায় পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার, সৎ মা আটক
  • প্রকাশিত : ২০২৪-০৫-২৮
  • ৫৯ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেটে মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কসপ থেকে ভ্যাট প্রত্যাহারসহ ৫ দফা দাবিতে ময়মনসিংহ জেলা মটরস ওয়ার্কসপ মেকানিক্স ইউনিয়ন ২৭ মে সোমবার সকাল ১১টায় ময়মনসিংহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন সংগঠনটির সভাপতি মাহবুবুর রহমান বাবুল। সংগঠনটির প্রচার সম্পাদক শামসুল ইসলাম রতন এর সঞ্চালনায় লিখিত বক্তব্যে সভাপতি বলেন, পারিবারিক অভাব অনটন ও দেশে কর্মসংস্থানের অভাবে কিশোর বয়সেই আমরা মটর গ্যারেজগুলিতে মেকানিক্স হিসেবে শিক্ষানবীশ শুরু করি। রাষ্ট্রীয় প্রশিক্ষণের সুযোগ না থাকায় যে কোন গ্যারেজে একজন ওস্তাদের মাধ্যমে আমরা একটি গাড়ির ইঞ্জিন, পাম্প, লেদ, ইলেকট্রিক, বডি নির্মাণসহ বিভিন্ন প্রকারের কাজ শিখি। দীর্ঘদিন পর্যন্ত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা কাজ শিখলেও রাষ্ট্রীয় কোন স্বীকৃতি আমরা পাই না।  নিজেদের মেধা ও সৃষ্টিশীলতা দিয়ে বিদেশে তৈরি গাড়িটির সার্ভিসিং স্থানীয়ভাবে আমরা দিয়ে যাচ্ছি।সরকার ভ্যাট ও এক্সাইজ ডিপার্টমেন্টের মাধ্যমে মটর গ্যারেজ ও ওয়ার্কসপগুলোর উপর ১০% ভ্যাট আরোপ করেছে। নিয়মানুযায়ী ভ্যাট সেবাগ্রহীতা অর্থাৎ পরিবহন মালিকদের প্রদান করার নিয়ম। কিন্তু পরিবহন মালিকরা কাজের উপর বাড়তি ভ্যাট প্রদান করেন না।দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতির কারণে মেকানিকদের মত নিম্ন আয়ের সকল শ্রমজীবী মানুষেরা এক নিদারুণ অবস্থায় জীবন পার করছেন।লিখিত বক্তব্যে তাঁরা নিম্নোক্ত দাবীনামা উত্থাপন করেন-১) মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কসপ থেকে ভ্যাট প্রত্যাহার করতে হবে। ২) বাজারদরের সাথে সঙ্গতিরেখে মেকানিকদের মজুরি নির্ধারণ করতে হবে।(৩) কর্মক্ষেত্রের নিরাপত্তা ও দুর্ঘটনায় সরকার কর্তৃক উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং রাষ্ট্রীয়ভাবে গোষ্ঠী বীমা চালু করতে হবে।(৪) মেকানিকদের প্রশিক্ষণ ও রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের জন্য ময়মনসিংহে মেকানিক্স ইনস্টিটিউট স্থাপন করতে হবে।। (৫) আধুনিক প্রযুক্তির সাথে সম্পর্কিত করে দেশীয় প্রযুক্তির বিকাশ ঘটাতে স্থানীয় মটরস ওয়ার্কসপগুলোকে রাষ্ট্রীয় প্রণোদণা প্রদান করতে হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগঠনটির সহ সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শহিদুল হক, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, উপদেষ্টা অ্যাডভোকেট এম এ হান্নান খান, তফাজ্জল হোসেন ও মাসুদ তালুকদারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat