ওসমান গনি, গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা সীমানা সংক্রান্ত বিরোধের জেরে মামলায় ১০দিন জেল হাজত থেকে জামিনে বের হয়ে এসে ডাক ঢোল পিটিয়ে বাদীর বাড়িতে গিয়ে মামলা তুলে নিতে হুমকি দেওয়ার অভিযোগ,এ বিষয় আতংকিত ভুক্তভোগী পরিবার।
জানা যায়,গত ১৬(শুক্রবার)আগস্ট স কাল ৮ঘটিকায় উপজেলার হোসেন্দী ইউনিয়ন এর শহীদনগর(মার্ডার চর) এলাকায় সীমানা সংক্রান্ত বিরোধের জেরে আব্দুর রহমান(৬০)কে তার নিজ বসতবাড়ির উঠানে দেশীয় অস্ত্র দিয়ে এক'ই গ্রামের আরিফ পিতা:ইউসুফ,আলী হোসেন পিতা জালাল মিয়াসহ ১০/১২ জন এলোপাথালি ভাবে পিটিয়ে, কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে,এ সময় ঘটনাস্থল থেকে আব্দুর রহমানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে আবারও বিবাদীগণ এলোপাথালী ভাবে তাঁর ছেলে ইয়ানুর,সাব্বির হোসেন,আনোয়ার হোসেন কে মারধর করে।পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় আব্দুর রহমানকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেলে প্রেরণ করে।বর্তমানেও তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আব্দুর রহমানের ছেলে ইয়ানুর বাদী হয়ে গজারিয়া থানায় মামলা দায়ের করেন,যার পরিপ্রেক্ষিতে আসামিদের আটক করে আদালতে চালান করে থানা পুলিশ।সেই মামলার হাজত বাস করে জামিনেয় মুক্ত হয়ে বিবাদী পক্ষ তাদের দলবল নিয়ে বাদ্য বাজনা বাজিয়ে ডাক ঢোল পিটিয়ে নেচে গেয়ে বাদীর বাড়ির সামনে এসে চিৎকার করে মামলা তুলে নেয়ার জন্য এ সময় মামলা তুলে না নিলে হত্যার হুমকি দেয়া হয়।
আতংকিত এই পরিবারের পক্ষ থেকে জীবনের নিরাপত্তার জন্য গত ২৭ আগস্ট আরেকটি সাধারণ ডায়েরি করেছেন,জিডি নং ৮২৪।ঘটনার পর থেকে অসহায় পরিবারটি আতঙ্কে দিন কাটাচ্ছেন।
এ ব্যাপারে একাধিক স্থানীয়রা জানান, হুমকি দিয়েছেন কি-না জানি না, তবে তারা বাদ্য বাজনা বাজিয়ে ডাক ঢোল পিটিয়ে নেচে গেয়ে বাড়িতে আসেন আসামিরা।
এ বিষয়ে গজারিয়া থানা পুলিশ অফিসার ইনচার্জ (অতিরিক্ত দ্বায়িত্বপ্রাপ্ত)ওসি তদন্ত মো:আক্তারুজ্জামান বলেন,আমরা ঐ পরিবারের সার্বিক নিরাপত্তার বিষয়টা দেখভাল করছি।আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ জাতীয় আরো খবর..