×
সদ্য প্রাপ্ত:
চকরিয়ায় যুবদলের দ্বি বার্ষিকী কাউন্সিল সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত রাঙ্গাবালীতে প্রাথমিকের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবি চকরিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের ১ আরোহী নিহত" মহিপুরে চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার দীর্ঘ ১৬ বছর পর দেশে আসলেন ব্রাহ্মণবাড়িয়া বিএনপি নেতা ইব্রাহিম ফরিদপুর বিসিসি ও পলিটেকনিক ইনস্টিটিউটের সাথে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত বরিশাল রেঞ্জ ডিআইজির বরগুনা পুলিশের বিশেষ কল্যাণ সভায় যোগদান ভান্ডারিয়াকে বাল্য বিবাহ মুক্ত উপজেলা ঘোষনা রাণীশংকৈলে পুষ্টি বিষয়ক সচেতনামূলক ক্যাম্পেইনিং পুষ্টি মেলার সমাপনী ও পুরস্কার বিতরন গাইবান্ধায় পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার, সৎ মা আটক
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৯
  • ৭০ বার পঠিত
নিরঞ্জন মিত্র (নিরু) ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ সরকারের ডাক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে, আইটি প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ফরিদপুর আঞ্চলিক কার্যালয় এর সাথে পলিটেকনিক ইনস্টিটিউটের একটি সমঝোতা স্মারক (এমওইউ) চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

বিসিসি ফরিদপুর আঞ্চলিক কার্যালয় এর আয়োজনে,(১৯ সেপ্টেম্বর) বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে শহরের চরকমলাপুর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের হলরুমে এ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত অনুষ্ঠিত হয়।

ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউ পক্ষ থেকে চুক্তি স্বাক্ষর করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যক্ষ প্রকাশ কুমার সাহা এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পক্ষ থেকে সেমিনারের সভাপতি ও আঞ্চলিক পরিচালক অলিউল্লাহ আহম্মেদ চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদপুরের পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকাশ কুমার সাহা বক্তব্যে বলেন, চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষার্থীদের জন্য আধুনিক ও যুগোপযোগী আইটি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার পথ সুগম হবে। শিক্ষার্থীরা আইটি খাতে অত্যাধুনিক প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবে, যা তাদের কর্মসংস্থান ও ক্যারিয়ার গঠনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এবং দুই প্রতিষ্ঠান যৌথভাবে গবেষণা, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত জ্ঞান বিনিময়ের ক্ষেত্রেও কাজ করবে।এছাড়াও তিনি, বিসিসি ফরিদপুর কার্যালয়কে এই উদ্যোগ গ্রহণের জন্য ধন্যবাদ জানান এবং দক্ষ হওয়ার পরামর্শ দেন ও সমঝোতা চুক্তির প্রায়োক উপকারিতা সম্পর্কে আলোচনা করেন। 

অনুষ্ঠানের সভাপতি ও আঞ্চলিক পরিচালক অলিউল্লাহ আহম্মেদ স্বাগত বক্তব্যে বলেন, আইসিটি খাতে বিসিসির বিভিন্ন অবদান সম্পর্কে ধারনা দেন এবং বিসিসি, ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের পদক্ষেপ ও কার্যক্রম সম্পর্কে তুলে ধরেণ এবং বিসিসির সকল প্রশিক্ষণ কার্যক্রম নিয়ে আলোচনা করেন। বিসিসি এর কার্যক্রম যেমন- তথ্য প্রযুক্তি নির্ভর মানব সম্পদ উন্নয়ন, ই-গর্ভনেন্স বাস্তবায়নে পরামর্শ সেবা প্রদান, মাঠ পর্যায়ে স্থাপিত নেটওয়ার্ক ও ভিডিও কনফারেন্স সেবা প্রদান, স্থানীয় পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠানে কম্পিউটার জনবল নিয়োগে সহায়তা প্রদান, মাঠ পর্যায়ে বিসিসি’র প্রকল্পসমূহ বাস্তবায়নে সহায়তাকরণসহ বিভিন্ন কার্যক্রম ও সেবাসমূহ পাওয়ার পয়েন্টের মাধ্যমে তুলে ধরেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর (চিফ ইন্সট্রাক্টর টেক /পাওয়ার)  এফপিআই সৈয়দ আহসান আলী।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ ইনস্ট্রাক্টর (নন-টেক) মোঃ জাহাঙ্গীর আলম, চিফ ইনস্ট্রাক্টর (টেক/কম্পিউটার) মোঃ রাশেদুল ইসলাম, চিফ ইনস্ট্রাক্টর (নন- টেক) জনাব মোঃ মজিবুর রহমান ভূইঞা সহ বিসিসি ফরিদপুর কার্যালয়ের অ্যাসোসিয়েট (ই-মেইল ও ওয়েব সার্ভিস ডেলিভারী) সিমাব আল আহম্মেদ, ইনস্ট্রাক্টর (এনডিডি প্রকল্প জনাব আশরাফুল ইসলাম এবং বিসিসির কর্মকর্তা-কর্মচারীগণ,  ফরিদপুর ও শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্ট এর শিক্ষার্থীগণ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিসিসি ফরিদপুর কার্যালয়ের অ্যাসোসিয়েট ই-মেইল ও ওয়েব সার্ভিস ডেলিভারী) সিমাব আল আহম্মেদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat