শফিউল করিম সবুজ, চকরিয়া প্রতিনিধি:
চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের লালব্রীজ এলাকায় সড়ক দুর্ঘটনায় রফিকুল ইসলাম (৪৫) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। এ সময় আরও একজন মোটরসাইকেল আরোহী গুরুত্বর আহত হয়েছেন।বৃহস্পতিবার(১৯সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটায় দিকে এই দূর্ঘটনা টি ঘটে,নিহত রফিকুল ইসলাম হারবাং ইউনিয়নের ২ নং ওয়ার্ড মুসলিম পাড়ার এলাকার নুরুল হক মেম্নারের ছেলে।
হারবাং ষ্টেশনের মাংস ব্যবসায়ী মোঃ রাজীব জানান, নিহত রফিক সম্পর্কে তার ভাইরা ভাই,তার আগের বাড়ী কুতুবদিয়ায়,গত ৫ দিন আগে তিনি সৌদিয়া আরব থেকে দেশে এসেছেন। বাড়ী নির্মাণে ইট আনতে সঙ্গী সহ মোটরসাইকেল নিয়ে লালব্রীজ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের বাসটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চিরিংগা হাইওয়ে থানার এসআই মোহাম্মদ আলী জানান, মটরসাইকেল নিয়ে বাড়ি নির্মাণ করার ইট ক্রয় করতে উওর হারবাং গয়ালমারা দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি লাল ব্রিজ পৌছালে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহি বাস মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে রফিকুল ইসলাম নিহত হন। এ সময় মটরসাইকেল চালক গুরুতর আহত হয়। তিনি আরও বলেন, নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাস ও মোটরসাইকেল জব্দ করে হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ জাতীয় আরো খবর..