নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামসা ইউনিয়নের উত্তর বাস্তা মৌজার গোলাই মোড়ের উত্তর পাশে, রাত হলেই শুরু হয়ে যায় তিন ফসলি কৃষি জমির মাটি কাটার ধুম। প্রতিনিয়ত নিউজ করে, প্রশাসনকে জানিয়ে তিন ফসলি কৃষি জমির মাটি কাটা র তান্ডব থামানো যাচ্ছে না। সরজমিনে গিয়ে জানা যায় উক্ত মৌজায় মাটি ব্যবসায়ী শামীম, আমিনুর সহ অজ্ঞাত ১০ থেকে ১৫জন, রাত হলেই তিন ফসলী কৃষি জমির মাটি কেটে বিভিন্ন স্হানে অবৈধ ড্রাম ট্রাক দিয়ে মাটি পাচার করছেন। সিংগাইরে তিন ফসলি কৃষি জমির মাটি কাটার ফলে, মাটি কাটার পাশের ইরি ধানের জমির পানি ধরে রাখতে না পেরে কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়ে যাচ্ছে,তিন ফসলি কৃষি জমি বিলিন হয়ে যাচ্ছে,অন্যদিকে ড্রামট্রাক দিয়ে মাটি পরিবহনের ফলে সরকারী রাস্তাঘাট নষ্ট হয়ে কোটি কোটি টাকা অপচয় হচ্ছে। জামশা ইউনিয়ন ভূমি সহকারী কে ফোন করে জানালে, ইউনিয়ন ভূমি সরকারী বলেন অফিসে এসে কথা বলেন। সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড এবং সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার( ইউ এন ও) কে ফোন করলে ফোন রিসিভ করেননি।
এ জাতীয় আরো খবর..