সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ
স্ত্রীকে নিয়ে অবৈধভাবে বাংলাদেশে বেড়াতে গিয়েছিল ত্রিপুরার যুবক। ফেরার পথে বিএসএফ গুলি করে তাকে। সূত্রে প্রকাশ, পাচারকারী সন্দেহে তাকে গুলি করে বিএসএফ। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মৃতের নাম রনি আহমেদ। বাড়ি পুটিয়া ২নং ওয়ার্ড এলাকায়। ২দিন আগে স্ত্রীকে নিয়ে অবৈধভাবে বাংলাদেশ খাগড়া এলাকায় বেড়াতে গিয়েছিল রনি। তার কাছে কোনও বৈধ নথি নেই। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি ) সন্ধ্যায় সে স্ত্রীকে নিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করার পথে পুটিয়ায় ভারত- বাংলাদেশ সীমান্ত এলাকায় ১৫১ নং গেটে বিএসএফ গুলি ছুড়ে। রনিকে অবৈধ পাচারকারী ভেবে ভুল করেছিল বিএসএফ। স্ত্রীর সামনেই গুলিবিদ্ধ হয় সে। চিৎকার শুনে সীমান্ত এলাকার লোকেরা ছুটে আসে। রনি আহমেদকে নিয়ে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। পরে অবস্থা বেগতিক দেখে আগরতলা জিবিপি হাসপাতালে ট্রমা সেন্টারে স্থানান্তরিত করা হয়েছে। সেখানে চিকিৎসারত অবস্থায় মৃত্যু কোলে ঢলে পড়েন রনি আহমেদ। এনিয়ে সীমান্ত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে
এ জাতীয় আরো খবর..