এম মোহাম্মদ ওমর, শরনখোলা প্রতিনিধি
৬ মাস আগের ঘটনা। বাড়ি থেকে বের হয়ে ইজিবাইকে উঠেছিলেন ৩২ বছর বয়সী যুবক অসিম রায়। ভাগ্যের কি নির্মম পরিহাস, কিছুদূর যেতেই ইজিবাইকটি উলটে গিয়ে পড়লো রাস্তার বাইরে। এসময় মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে অসিম রায়ের ডান পায়ের উপর থেকে সম্পূর্ণ ভেঙ্গে যায়। প্রাথমিকভাবে গ্রামবাসীদের সহযোগীতা ও নিজেদের সামর্থানুযায়ী খুলনায় চিকিৎসা করিয়ে বাড়িতে আনেন। কিন্তু সেই চিকিৎসা করাতে অর্থনৈতিকভাবে সর্বশান্ত হয়ে পড়েন অসিমের পরিবার। তবে, তাতেও সুস্থ হয়নি কর্মচঞ্চল এই যুবক ছেলেটি। তাই এখনো বিছানায় শুয়েই দিন কাটে অসিমের।
বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের লাকুড়তলা চালিতাবুনিয়া গ্রামের দুলাল রায়ের ছেলে অসিম রায়। ছেলের কথা বলতে গিয়ে দুলাল রায় বলেন,অসিম খুব কর্মচঞ্চল ছিলো। কিন্তু ৬ মাস আগে দুর্ঘটনায় ওর সব শেষ। ডান পা সম্পূর্ণ ভেঙ্গে গেছে। ছেলের চিকিৎসায় এখন পর্যন্ত প্রতিবেশীদের সাহায্য সহযোগীতাসহ তার প্রায় ৪ লাখ টাকা খরচ হয়েছে। যাতে তিনি অর্থনৈতিকভাবে সর্বশান্ত হয়ে পড়েছেন। কিন্তু তাতেও অসিমের কোনো উন্নতি হয়নি। ৬ মাস অতিবাহিত হলেও এখনো বিছানা থেকে উঠতে পারছেনা অসিম। প্রস্রাব,পায়খানা সব বিছানাতেই করতে হয়।
চিকিৎসক বলেছেন, আবারো নতুন করে ভাঙ্গা পায়ে অপারেশন করা লাগবে। তাতে কম করে হলেও ওষুধ নিয়ে দেড় থেকে দুই লাখ টাকা দরকার। কিন্তু নতুন করে চিকিৎসা করানোর মতো তার কাছে তেমন কোনো টাকা নাই। তাই সমাজের বিত্তবানদের কাছে ছেলের চিকিৎসার জন্য কিছু আর্থিক সহযোগীতা চেয়েছেন দুলাল রায়।
এ জাতীয় আরো খবর..